সম্পর্ক
সম্পর্কটা ধুয়ে নিই ডেটলতুলোয়
উষ্ণ গরম পানিতে কিছু বরিক পাউডার
অ্যান্টাসিডও খেয়ে নিয়েছি
- তুমিও!
আমাদের বায়োলজিক্যাল মিথগুলোও
এখন ছাড়া ছাড়্-া
দৃশ্যমান শুধু কপট চাহনি
বনে নয়, মনে ছড়ায় ভয়ানক আগুন...
বধির কান
কোয়ান্টাম ম্যাথডে জীবন গড়ছে তরুণ প্রজন্ম
সরল ও বক্র হাসি নির্ণয়ে অক্ষম তারা
কোনটা চুনোপুঁটি কোনটা রুই চিনতেই পারে না
মোহগ্রস্ত ধ্যান কেড়ে নিয়েছে প্রতিবাদের ভাষা
কোনো কোনো ফুলেরও গন্ধে বিষ থাকে
তা অতিক্রমণের সেতু জানা নেই
সুতরাং এখন বসে বসে শুধু
কটনবার্ডে পরিষ্কার করি বধির কান।
রক্ষাকবজ
কোনো সংলাপ নেই- তবু তেষ্টা বেড়ে যায়
- শুধু জল পান।
বহুকৌণিক আলোয় রাজপথ দেখে নেয়
না, ঝুঁকি আপাতত নেই,
দেশি-বিদেশি প্রেসক্রিপশনে
ঘুম নেই সাধারণে-
ধামসা মাদল বাজে
বন্ধ্যা-গর্ভে জন্ম নেয় অপুষ্ট রক্ষাকবজ!
ভোটপত্র
ভোটপত্রে রাধার মুখ
আমি হো হো করে হাসছি
শ্রেণিদ্বন্দ্ব থেকেই যায়
যতই তুমি পা রাখো মিছিলে।
ভোটপত্রে রাধার মুখ
বিবাহের রঙ মুছে যায়
এখন ইজ্জত নিয়ে টানাটানি
চলছে শব্দহীন মেরুকরণ!
ভোটপত্রে রাধার মুখ
লালসবুজে শ্রী-হীন চুমুর দাগ।
প্রতিমা
খুব আলো এসে পড়ে
তুমি রুদ্রাক্ষের মালা নিয়ে এলে
আমি সর্বস্বান্ত নদীর গান করি
প্রতিমা ভেঙে পড়ছে...
ছিন্ন চিঠির গাত্রে উদ্ধার করো নাম
বায়ান্ন ঊনসত্তর একাত্তর
এরপর-চিরঘুম!
কেঁপে উঠলেন মীরাবাঈ
মুছে যাচ্ছে লোকগান
প্রতিমা ভেঙে পড়ছে...
Mamun Mustafa
0 Comments