গীতার গান-১
পৌরুষ বৃদ্ধির অটোফেজি থেরাপি বিষয়ক
অনেক অনেক দিন আগের কথা
এ জীবনেই ঘটে গেছে, বয়ে গেছে ঘটনার কত
ঘনঘটা
কিন্ত আলবৎ ভুলে যাওয়া হয়েছে সে ব্যথা
স্মৃতির তোরঙ খুলে
তাহারে আবার তুমুল জাগায়ে
সেই অদ্ভুত অদ্ভুত সব সত্য এক্সাম্পলে
ভেতরের অনাক্রম্যতা বাড়িয়ে তাঁর ক্লীবত্ব
ঘোচানো হলো
এ রকম পৌরুষ বৃদ্ধির অটোফেজি থেরাপি সব
কাজে লাগা গেল।
তারপর ঘুরে দাঁড়ানোর গল্প, দৌঁড়ানোর গল্প
সকল প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে
বিজয়রেখা স্পর্শ করার সেই চমকপ্রদ
মহাকাব্যিক আখ্যান
যে গল্পের শৌর্যে চুর হয়ে
আজো শক্তি সঞ্চার করে চলছে
বিষাদী অর্জুন সম্প্রদায়...
গীতার গান-২
পটাশিয়াম সমৃদ্ধ এক সবুজ বৃক্ষের আখ্যান
মীরা, তোমার সুরেলা কণ্ঠে
পটাশিয়ামের গুণের ফিরিস্তি শুনে
আমার কুঁকড়ে যাওয়া শেকড়-বাকড়
সব দ্রুত বৃদ্ধি পাচ্ছে
কা- শক্ত হচ্ছে,
পাতা ক্রমশ ঘন সবুজ হচ্ছে বেশ টের পাই ।
আহ! থামো, থামো বুঝেছি
কুরুক্ষেত্রের উষ্ণ প্রান্তরে মোহাবিষ্ট
বিষাদী অর্জুনের
কর্ণকুহরে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ
এমনি করেই শুনিয়েছিল পরমতত্ত্বের গান।
যে গানে অর্জুনের প্রাণভরে, মোহ ভাঙে,
জড়তা টুটে।
অর্জুন হয়ে ওঠে অপ্রতিরোধ্য এক যোদ্ধা
ধরে নাও তোমার পটাশিয়াম সমৃদ্ধ কোনো সবুজ
বৃক্ষ ।
0 Comments