‘শেরপুর সাহিত্য চক্র’এর ৬০৭তম পাক্ষিক অধিবেশন আজ ২৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.০০ টায় ' সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি'র সভাপতিত্বে "শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ" এ অনুষ্ঠিত হয়। "কাব্যালংকার" বিষয়ক নির্ধারিত বিষয়ে আলোচনা করেন- সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ; কবি, প্রাবন্ধিক, গীতিকার এবং সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর খৈয়াম কাদের। সমালোচনার দায়িত্বে ছিলেন মো. আব্দুল জুব্বার।
অধিবেশনের শুরুতেই অমরকৃষ্ণ পাল নান্টু রচিত ‘চরিত্রগত সনদপত্র’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
স্বরচিত লেখা পাঠ করেন- জয়ন্ত দেব, মো. আজিজুল হক (মাস্টার), নীলমাধব পাল, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, বি এম হাফিজুর রহমান, আবু সাঈদ ফকির, আব্দুস সামাদ, সুশীল চন্দ্র পাল, মো. আব্দুল বারী, মো. রফিকুল ইসলাম, সুমন মোহন্ত, মো. আল-আমিন সরকার, কৌশল ভট্টাচার্য্য বিজয় ও যারীন তাসনীম প্রভা।
উপস্থিত ছিলেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, অমরকৃষ্ণ পাল নান্টু, এইচ আলিম, মো. গোলাম রসুল, লতিফ আদনান, বিবর্ন আলম, মোছা. সোহেলা পারভীন, রেজাউল করিম, সজীব রায়, মো. আবুল মুনসুর মোল্লাহ্ ও রনজিৎ কুমার।
৬০৮তম পাক্ষিক অধিবেশনে আগামী ০৮ ডিসেম্বর ২০২৩, রোজ: শুক্রবার, বিকাল ৩.০০টায় "শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ" এ অনুষ্ঠিত হবে।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
0 Comments