অনিন্দ্য তুহিন এর কবিতা

 

Poetry of Anindya Tuhin



তোমার নামে বমি আসে

 

এক.

সমস্ত শহর জুড়ে শুকরের আধিপত্য

বেনোজলে ভেসে আসা শুকর শাবক

আজ শহরের মগডালে ভিনদেশী ভৃত্য।

 

 

দুই.

কবিতায় পড়া তোমার অট্টহাঁসিতে

উড়ে গেছে নাভীর নিচে

গজিয়ে উঠা কিছু বাল-

আজ তুমি বালস্য বালক!

হরিদাশ পাল!

 

তিন.

পথের ধুলো মাড়িয়ে যে দিন গেছে

সেখানে তুমি ছিলে

মেথরপল্লীর উচ্ছন্নে যাওয়া হাওয়া

চোয়ানীর গন্ধে তোমার মন মাতোয়া

 

ধুর! বমি আসে মুখে তোমার নামে নামে।

 

 


১১ জানুয়ারি, জন্মদিন

 

কিছুই হতে পারি নি, হয়েছি-

মা'র আফসোস সারাজীবনের।

 

শীতের রাত শেষে সকালে

যেভাবে হেসে উঠে সূর্য, প্রতিদিন-

মা'র মুখ আমার তাই মনে হয়।

 

অথচ, ওম হারানো ডিমের মতো

আমি বিচ্ছিন্ন নাবিক।

 

পিতার জায়নামাজ হয়ে অনাদিকাল

যে বুক পেতে রেখেছি, নীরবে-

তা কোনদিন জানলো না চৈত্রের দুপুর।

 

কিছু হতে পারি নি বলেই

দীর্ঘশ্বাস বুকে নিয়ে-

একটি মৃত্যুর অপেক্ষায়

আমার আয়ুষ্কাল।

 


Post a Comment

0 Comments