শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ছোটোকাগজ ও ওয়েবপোর্টাল বামিহাল প্রবর্তিত ‘বামিহাল সাহিত্য পুরস্কার-২০২৩’-এর জন্য ৬ শাখায় মনোনয়ন আহ্বান করা হয়েছে। শাখাগুলো হলো, কবিতা, গবেষণা-প্রবন্ধ, কথাসাহিত্য, ছোটকাগজ সম্পাদক, তরুণ কবি-সাহিত্যিক ও সংগঠক। আগামী ৭ জুন/২০২৩ থেকে ২০ জুন/২০২৩ পর্যন্ত যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করা যাবে।
নাম প্রস্তাবরে ক্ষেত্রে পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদের , তাদের অবশ্যই স্ব-স্ব ক্ষেত্রে এক বা একাধিক বই থাকতে হবে। মনোনীত ব্যক্তির কাজের বিবরণ, বইয়ের সংখ্যাসহ সংক্ষিপ্ত মূল্যায়ন জমা দিতে হবে bamihal85@gmail.com -এই ইমেইলে।
৩০ জুন/২০২৩ থেকে ১০ জুলাই/২০২৩ প্রস্তাবিত নামগুলো নিয়ে পুরস্কার কমিটির পর্যালোচনা চলবে। ১৫ জুলাই/২০২৩ পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে। সম্ভাব্য পুরস্কারজয়ীদের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে ২০ জুলাই এর মধ্যে উপযুক্ত প্রমাণসহ দেশের যেকোনো নাগরিক তা জানাতে পারবেন। ২২ জুলাই আপত্তির বিষয়টি নিষ্পত্তি করবে পুরস্কার কমিটি। এরপর ২০২৩ সালের যেকোনো দিন পুরস্কারপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে বামিহাল সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। বামিহাল সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন কবিতায় শিবলী মোকতাদির, লিটল ম্যাগাজিন সম্পাদনায় 'অনিন্দ্য' লিটল ম্যাগাজিনের সম্পাদক হাবিব ওয়াহিদ, তরুণ সাহিত্য পুরস্কারে কবিতা বিভাগে সালিমুল শাহিন, উপন্যাসে রিপন আহসান ঋতু, ছোটগল্পে অঞ্জন আচার্য, প্রবন্ধে স্বপঞ্জয় চৌধুরী এবং গবেষণায় জান্নাতুল বাকিয়া কেকা
0 Comments