সিরাজগঞ্জে গত শুক্রবার ০৯ জুন ২০২৩ যমুনা নদীর হার্ড পয়েন্টে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘মুক্তির সংগ্রাম’-এর পাদদেশে সিরাজগঞ্জ কবি-সাহিত্যিক পরিষদ কর্তৃক আয়োজিত ছোটকাগজ স্লোগানের ১ম বর্ষ, ২য় সংখ্যার মোড়ক উন্মোচন-সাহিত্য আড্ডা-লিটল ম্যাগাজিন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, কবি মীনা পারভীন এবং সাধারণ সম্পাদক কবি আল আমিন আকাশের সার্বিক তত্বাবধানে লিটল ম্যাগাজিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি-কথাসাহিত্যিক ডা. নিত্যরঞ্জন পাল, ছড়াকার ও প্রসূন থিয়েটার, সিরাজগঞ্জের সভাপতি এড. মাহবুবে খোদা টুটুল, দীপ্ত দর্শন সম্পাদক ও পিএইচডি গবেষক মীম মিজান, আবেগ পাঠচক্র, সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি কবি-কথাসাহিত্যিক এস, এম. এ হাফিজ, বামিহাল সম্পাদক কবি রনি বর্মন, আবেগ সম্পাদক আশরাফ খান, সপ্তর্ষি সম্পাদক কবি-কথাসাহিত্যিক যাহিদ সুবহান, হৃদয়ে চলন সম্পাদক কবি হাদিউল হৃদয়, কবি নমিতা সরকার, কবি আরশাদ সেলিম, সূর্যকিরন সম্পাদক, কবি আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত প্রায় ২০ টি লিটল ম্যাগাজিন প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য কবি আশরাফুল ইসলাম।
0 Comments