অনন্ত পৃথ্বীরাজ-এর কবিতা

Poems by Ananta Prithviraj



কর্ষিত দেহ


লাঙলের ফলায় কর্ষিত দেহ

চাপ চাপ উপলখন্ড চুম্বনে চুম্বনে

চাষি রাখে প্রেমের চিহ্ন।

পোয়াতি পরম যত্নে আগলে

নেয় মাঠের ভ্রুণ

বাংলা মায়ের গর্ভের সন্তান

সোনালি ফসল: 

ধান, গম, সরষে, ডাল, আলু।




বিধবাসময়


নব্য সময়টাকে আমি বলি বিধবাসময়

পণ্যের পশরা সাজিয়ে সওদাগরের নাও;

অর্থের বিনিময়ে ঘণ্টাধরে প্রেম বিকিকিনি চলে!

বেদুঈনের ঘরে নাঙচোর কাকে বলে জেনে নিও; 

শেষরাতে শরীরে জোয়ার এলে ষোড়শীর মতো-

স্বপ্নের ঘোরে বিধবাও উত্তেজিত হয়।

যাযাবর মানব শরীর; পশুর চেয়েও হিংস্র কামনার মোহ!




উকাস মেলা


কবিতা পুরস্কৃত হবে: প্রচুর কাব্যগ্রন্থ জমা পড়েছে

জমজমাট ব্যবসার ফাঁদ : পাণ্ডলিপি বিবর্ণ পাণ্ডুর দেখায়

ফেব্রুয়ারি এলেই বই ব্যবসায়ির ঘরে উকাস মেলা বসে 

থরে বিথরে সাজানো হয় কথার মালা-

উচ্ছিষ্ট আলাদা করার ক্ষমতা সবার থাকে না ।


Post a Comment

0 Comments