কর্ষিত দেহ
লাঙলের ফলায় কর্ষিত দেহ
চাপ চাপ উপলখন্ড চুম্বনে চুম্বনে
চাষি রাখে প্রেমের চিহ্ন।
পোয়াতি পরম যত্নে আগলে
নেয় মাঠের ভ্রুণ
বাংলা মায়ের গর্ভের সন্তান
সোনালি ফসল:
ধান, গম, সরষে, ডাল, আলু।
বিধবাসময়
নব্য সময়টাকে আমি বলি বিধবাসময়
পণ্যের পশরা সাজিয়ে সওদাগরের নাও;
অর্থের বিনিময়ে ঘণ্টাধরে প্রেম বিকিকিনি চলে!
বেদুঈনের ঘরে নাঙচোর কাকে বলে জেনে নিও;
শেষরাতে শরীরে জোয়ার এলে ষোড়শীর মতো-
স্বপ্নের ঘোরে বিধবাও উত্তেজিত হয়।
যাযাবর মানব শরীর; পশুর চেয়েও হিংস্র কামনার মোহ!
উকাস মেলা
কবিতা পুরস্কৃত হবে: প্রচুর কাব্যগ্রন্থ জমা পড়েছে
জমজমাট ব্যবসার ফাঁদ : পাণ্ডলিপি বিবর্ণ পাণ্ডুর দেখায়
ফেব্রুয়ারি এলেই বই ব্যবসায়ির ঘরে উকাস মেলা বসে
থরে বিথরে সাজানো হয় কথার মালা-
উচ্ছিষ্ট আলাদা করার ক্ষমতা সবার থাকে না ।
0 Comments