বোবা পৃথিবী অবাক; বিস্ময়!
সভ্যতার রেস্তোরাঁয় দেখি
মানুষের কাবাব।
মানুষ পুড়ে যাচ্ছে-
বিক্রি হচ্ছে মানুষ,
পণ্য হচ্ছে মানুষ;
বোবা হচ্ছে মানুষ আধুনিকতার দামে।
মানুষ মরে যাচ্ছে;
ভেসে যাচ্ছে মানুষ
ডুবে যাচ্ছে মানুষ
নব জীবনের বাঁকে।
আমরা আধুনিকতা চাই-
সভ্য হতে চাই জীবনের দামে।
মানুষ ছিলাম কবে?
মানুষের বুকে পদাঘাত করে,
জেগে ওঠে সভ্যতা।
সভ্যতার উনুনে পুড়ে
মানুষের কাবাব।
এগিয়ে যাচ্ছে জি.ডি.পি. রথ!
যাক-
আধুনিকতা তোমায় লাল সালাম;
শোকে নত হোক তবু, মস্তক তোমার।
0 Comments