কাজী শোয়েব শাবাব এর কবিতা ~ ট্র‍্যাজিক হিরো

Poetry of Kazi Shoaib Shabab



তথ্য তথ্য
কোনটা মিথ্যা, কোনটা সত্য
কেউ জানে না, সেও জানে না
যার আয়ত্তে সব উপাত্ত।
পিডিয়া, মিডিয়া খুঁজে হয়রান
গুজবের আছে ইয়া বড় মুখ
লম্বা দু'কান।
মধ্যবিত্ত কষ্টে পিষ্ট
দিশাহারা গোটা সুশীল সমাজ
কোকিল সমাজ।
হতাশার ঘা লুকায় বেকার
চাকরিজীবীর বিষণ্নতা 
ব্যাবসাদারের ক্ষতিক্ষত মুখ
লেখকের হাহাকার...


না খেয়েও তো যায়-যায় দিন
দিনশেষে বাড়ে মাথাপিছু ঋণ।
জয় জয় গুরু তথ্যসূত্র!
বালিতে কত যে ঢেলেছি মূত্র
কী লাভ ওসব হিসাব কষে
যা কিছু হারায় ভাগ্যদোষে
পদ্মা নদীর কিনারে বসে
হা-হুতাশ বারোমাস 


মুণ্ডুভরতি তত্ত্ব সবার
যন্ত্রণা তুমি পেয়েছ ক'বার, দিয়েছ ক'বার
চিন্তা করলে মানসিক রোগী
মুখ খুলো না ভুক্তভোগী 
পশ্চাতে বাঁশ, শ্রীঘর আবাস
প্রাণ সংশয়, গলা কাটা লাশ
মুখস্থ করো, মুখস্থ করো
অন্তর্জালে ঘুরঘুর করো
মরো আর বাঁচো, বাঁচো আর মরো
ট্র‍্যাজিক হিরো
ট্র‍্যাজিক হিরো...

Post a Comment

0 Comments