উদভ্রান্ত পথিক
নিজেকে খুঁজতে গিয়ে-
উদভ্রান্তের মতো বহুক্রোশ হেঁটে;
আজও জানলাম না-
আমি কে?
কে আমার!
শুধু পশ্চাৎ ফিরে দেখলাম
অনেক দূর চলে এসেছি-
শূন্যতার ফালি ফালি রাস্তা
ধূসর তামাটে রং ধারন করেছে।
আপন পরের প্রভেদ বুঝি না-
ভালোবাসা কি তাও বুঝি না।
সবই যেন ধোয়াশার মলাটে বাঁধা।
শুধু নিজেকে টেনে হেঁছড়ে
শৃঙ্খলার রেশ ধরে কিঞ্চি
জানবার চেষ্টা করেছি।
ক্লান্ত চরণ বার বার থমকে যায়-
হারিয়ে ফেলে পথ।
অগ্র পশ্চাৎ
যতটুকু খুঁজলাম
দেখলাম তোমাদেরই খুঁজে চলেছি;
দিনের পর দিন
রাতের পর রাত
মাসের পর মাস
নিজেকে খুঁজিনি! নিজেকে বুঝিনি!
নিজের কাছে নিজেই রয়ে গেলাম অজানা।
আমি কে!
কে আমার?
শুধু খুঁজেছি,দেখেছি, বুঝেছি-
তোমাদের সকাল সন্ধ্যাবেলা।
0 Comments