গত ১৮ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ শনিবার "শেরপুর সাহিত্য চক্র’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কবি ও প্রাবন্ধিক, প্রফেসর খৈয়াম কাদেরের । সকাল ১০.০০টায় শুরু হয়ে দুপুর ২.০০টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
বক্তব্য রাখেন প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ্, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, প্রফেসর ড. বেলাল হোসেন, ডা. আমিরুল হোসেন চৌধুরী, মো. আব্দুর রউফ খান, শফিক আজিজ, সৈয়দ শাহনেওয়াজ হোসেন ও ইসলাম রফিক।
সংগঠনের মুখপত্র শাশ্বত বাংলার মুখ এর মোড়ক উন্মোচন করেন সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়া এম. আর. জামানের কাব্যগ্রন্থ "রোদ চশমার আবরণে" এবং আলহাজ্ব মোছা. রওশন আরা বেগমের উপন্যাস "জোবাইদা বৌ বেগম" এর মোড়ক উন্মোচন করা হয়।
এবছর ৬জনকে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-
প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু (গবেষণায় বিশেষ অবদানের জন্য এস. এম. রাহী পুরস্কার), শফিক আজিজ (কবিতায় বিশেষ অবদানের জন্য এস. এম. রাহী পুরস্কার) বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন (সাহিত্য চক্র পুরস্কার) মো. আইয়ুব আলী (সাংবাদিকতায় সাহিত্য চক্র পুরস্কার) মুসান্না হাবিব (আব্দুস সালাম প্রিয় প্রজন্ম পুরস্কার) এবং নুসরাত ফারহানা (আব্দুস সালাম প্রিয় প্রজন্ম পুরস্কার)।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক সুলতান মাহমুদ রনি ও সদস্য মো. গোলাম রসুল।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন স্থানীয় ও অমন্ত্রিত কবিগণ।
0 Comments