রহিম ইবনে বাহাজ এর ৫ টি কবিতা

5 poems of Rahim Ibn Bahaj



বৃক্ষের সাথে লতার পিরিত

আমার বাড়ির উঠানে একটা জলপাই
গাছ আছে
এক যুগ পর সেদিন শিকড়ের টানে ছুটে গিয়েছি, 
কি এক জাতের বৃক্ষলতা, গাছ টা কে জড়িয়ে উষ্ণ সোহাগ দিচ্ছে
কি অপরুপ দৃশ্যে বিমূঢ় হয়েছি।
বৃক্ষের সাথে লতার পিরিত দেখে  আফসোস করতে করতে পুনরায় তিস্তা ট্রেনে রওনা হলাম।
ইট পাথরের শহরে , 
মানুষ  না হয়ে আমি যদি বৃক্ষ হতাম
জড়িয়ে ধরতো লতা,
কত সুখ - দুঃখের কথা বলতে বলতে
অবশিষ্ট জীবন সুখকর হতো।
  দেখতে দেখতে ত্রিশ বসন্তের কপাট খুলে
উষ্ণতা, উদার, প্রণয়ের কোমল পরশ ললাটে জুটেনি।



চলে যাওয়ার তাড়া নেই

আমি চাই  তুমি অসুস্থ হও
তুমি অসুস্থ হলেই, আমাকে কাছে ডাকবে
বলবে, এক গ্লাস জল দাও, মাথা টা ঝিমাচ্ছে একটু ম্যাসেজ করে দিলে ভালো হয়। ফ্রিজে আপেল আছে,  একটি আপেল কেটে আনো দু'জন ভাগ করে খাই। তোমার সেবা শেষে বিদায় কালে তোমায় বলতাম  ; আসি তুমি আমার হাত টি চেপে ধরে বলতে,  আর একটু  পাশে থেকো চলে যাওয়ার এতো তাড়া কেন কবি।
অথচ; তুমি সুস্থ থাকলে দিবসে কিংবা নিশিতে, অমাবস্যা,এবং কি ভরা পূর্ণিমাতে ,
পৌষের পূর্ণ শীতে,
গ্রীষ্মের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে, কালবৈশাখী ঝড়েও  কাছে ডাকোনি।
সেজন্য বার বার চাই তুমি অসুস্থ হও
আমায় কাছে  ডেকে  আমার পানে চেয়ে চেয়ে পুনরায় বলো ;
চলে যাওয়ার এতো তাড়া কেন কবি।
আমি তো নিউটনের চুম্বকের মতোই আটকে গেছি
আজ আর চলে যাওয়ার তাড়া নেই।



টান

কনকনে শীতে আমাকে একটা কুচকুচে কালো শাল দিয়ে বললে;
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে  এবার বেশ শীত মৌসুম হবে, শাল  টা খুব  প্রয়োজনীয়।
রাত জেগে বই পড়া কমিয়ে দিও, 
শরীরে যত্ন নিও
আর শোন, সিগারেট টা ধীরে ধীরে ছেড়ে দিও কবি
এইসব অনুশাসন বিধি মালা গেঁথে   প্রস্থান কালে
কি যে এক টানে পিছনে তাকালে
পুনরায় বললে,  আবার আসব ফিরে।
শহরে কোলাহলে তুমি ফিরে আসনি দুই দশক হলো
বিচ্ছিন্ন হয়ে বেঁচে আছি, 
সেদিন কিন্তু দু'জনার প্রণয়ের কোন কথা হয়নি
তবুও কলিজায় টান লাগে আমার।
সম্পর্কের সুতা আজও ছিঁড়ে  যায়নি
বারবার টান লাগে কলিজায়।



সব ঝরে যায়

বৃক্ষের পাতা ঝরা দেখে খুব কান্না হলো
একদিন এভাবেই প্রকৃতির নিয়মে ঝরে  যাব।
কাকমিছিলে রাষ্ট্র হবে আমার অনন্তে যাওয়ার খবর
উঠান জুড়ে স্বজন, সমবেদনা...
এসব ভাবতে ভাবতে একটি  নক্ষত্র খসে পড়ছে,
আর গতকাল যে পুষ্প টি বারান্দায় দেখেছিলাম আজ তা নেই,
নিয়ম করে একদিন সব ঝরে যায়।

পৌষপার্বণের মেলায়  পুতুল নাচ দেখতে গিয়েছিলাম,
সুতা টানা পুতুল টা নাচতে নাচতে হঠাৎ সুতা ছিঁড়ে গেলে,
মঞ্চে লুটিয়ে পড়লো পুতুল সুতাবিহীন ,
পুতুল আর মঞ্চে উঠে দাঁড়াতে পারিনি।

প্রতিদিন এভাবেই কোনো না কোনো পতন!
আহা পতন...



কুকুর ও কাক


সিটি করপোরেশনের ময়লারডিপোতে উপর তলা হতে 
ফেলা দেয়াএকটা রুটি নিয়ে কুকুর ও কাকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।
ময়লার ভিতর কিলবিল করছে, গোলাপি দের ভ্রূণ
পুষ্পরেণু অবসান। 
পিছনে তাকাও আরো কিছু কুকুর  আসছে
উপরে তাকাও আরো কিছু কাক ডানা মেলে
নীচে নামছে।

Post a Comment

0 Comments