আবু আফজাল সালেহ’র কবিতা

 
Abu Afzal Saleh's poem



আগুনপথ

তোমার চারিদিকে নিকষ-অন্ধকার 
ঊষর মরুভূমি 
বিশাল বিশাল পাঁচিল।
বরং তুমি আগুনের পথেই হাঁটো
একটুও অপেক্ষা কোরো না
থেমো না আর। 
বরং ফুলকিগুলো বরণ কোরো
আগুনপথেই রয়েছে আলো।




চাঁদ ও অমাবস্যা

আকাঙ্ক্ষায় খাঁ খাঁ হয়ে যায় উদার হৃদয়
যুবতী চাঁদ একাকী আলো দেয়
এবার অমবস্যায় লুকিয়ে যাবে হয়তো সবুজ পাতারা।
পূর্ণিমায় চুরি হচ্ছে দুর্ভিক্ষের চাল
আসছে রুটির জন্য কাঁদার সময়। 
ওদিকে বৃষ্টি, এদিকে রোদ
হাই না-তুলে চক্রব্যুহ করি ভেদ।   



সন্ধ্যার কাপ্তাই

সন্ধ্যা ঘনিয়ে আসে রাত-জাগা পাখিদের ডানায়।
দূর পাহাড়ের নিচে ডুবে যাচ্ছে সূর্য 
লেক জুড়ে একটি কম্বলের আর্দ্র আবরণ  
সোনার ধুলোর লেজ ছেড়ে
দৃশ্যে উষ্ণ আলিঙ্গন 
সবুজ-অন্ধকারের চুম্বনে শুভরাত্রির প্রস্তুতি। 
সব নৌকা ফিরে আসে ঘাটে 
জেলেরা থাকে শুধু 
পাখিদের জন্য পথ ছেড়ে দেওয়ার ইঙ্গিত 
ঘাটের শেষে একটি দাঁড়কাক
সবুজের পারে কিছু কিশোরী।
শুধু আকাশের মতো উদার হৃদয়েই বাজে কাপ্তাই—
সন্ধ্যার কাপ্তাই।  



তার মুখ

যখন তাকে দেখলাম
আমার মুখ আলোকিত হলো 
তার আলোয়। 
স্বর্গগঙ্গা বয়ে যাচ্ছে তার মুখে। 



গুহাচিত্র

এক লুকানো গুহায় দেওয়ালচিত্র
পিঁপড়ে আর চামচিকার বসবাস।
পাখি আঁকা, নদী গাছপালাও আছে তাতে
উবুড় হয়ে বাদুড়ের দল
শতাব্দী-প্রাচীন রেখায় আঁকা, ভেঙে গেছে দেওয়াল
এবড়ো-থেবড়ো আঁকাগুলো 
যেনো ক্ষত-বিক্ষত। 
দেওয়ালে হঠাৎই আবিষ্কার করলাম মানুষের খুলি 
চন্দ্রাহত আলোয়—এ ভ্রান্তি নাকি মরীচিকা।    



লেখক পরিচিতি :

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট। তিনি ১৯৮১ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার মদনা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা বীরমুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম এবং মা শাহিদা বেগম গৃহিণী। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে বড় আবু আফজাল সালেহ গ্রামের স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 'বাংলা ও সাহিত্য' বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন বাংলা দৈনিক, পোর্টাল ও ম্যাগে নিয়মিত কবিতা, প্রবন্ধ, সাহিত্য-আলোচনা, শিশুতোষ লেখা, ফিচার ইত্যাদি লেখালেখি করেন। ঢাকা থেকে তার তিনটি বই প্রকাশিত হয়েছে: (১) বারবার ফিরে আসি (কবিতা, ২০১৮), (২) ছড়ায় ছড়ায় উৎসব (ছড়া, ২০১৮) এবং (৩) বলেই ফেলি ভালোবাসি (কবিতা, ২০২২)। 
সাহিত্যে অবদান রাখায় উল্লেখযোগ্য পুরস্কার/পদক হচ্ছে--চাঁদপুর চর্যাপদ একাডেমি দোনাগাজি পদক-২০২১ এবং প্রিয় বাংলা লেখক সম্মাননা-২০২২। এছাড়া সাহিত্যরস সম্মাননা-২০১৮ এবং দৈনিক মানববার্তা সম্মাননা- ২০১৮ পান। ব্যক্তিজীবনে দুই কন্যার (প্রভা সালেহ এবং নোভা আহমেদ) জনক। স্ত্রী আনজুমান আরা পারু গৃহিনী।   
 
abuafzalsaleh@gmail.com





Post a Comment

1 Comments