রানওয়ে থেকে উড়াল দিয়ে
অশনি ঝঞ্ঝায় দিশেহারা পাখিমেয়ে
পড়ে যেতে যেতে দেখে—
নিচে, অনেক নিচে মহাকালগড়
মায়া ও মরণের ভৌতিক ইশারা
ক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত সময়...
আরও আরও আরও বাঁচতে ইচ্ছে হয়!
‘মা! আর দেখা হলো না!
চলে যাচ্ছি...’
ঘাসবনে দাউদাউ ছোট্ট বিমান
ককপিটে প্রাণপাখি ডানা ঝাপটায়
দেহ জ্বলে যায় ধাতব লাভায়!
বুকফাটা চিৎকার—
অসহায় দৃষ্টিতে বৃষ্টির প্রার্থনা
হায় খোদা! কেন তখন একটু তুমি বৃষ্টি ঝরালে না?
শেষ! সব শেষ!
পুড়তে পুড়তে মেয়ে বিভৎস কয়লা...
মেহগনি ডালে বসে ডেকে যায় কাক
অদূরে সেসনার ধ্বংসাবশেষ
আকাশটা বহুদূর
শূন্যতার ভেতর
একটাই জন্ম, স্মৃতি তার জন্মান্তর...
0 Comments