নুসরাত সুলতানা এর কবিতা

নুসরাত সুলতানা এর কবিতা


ফেরারী

কান্না ভেজা চোখ, বৃষ্টি স্নাত মাটি আর সদ্য প্রসূত 
মায়ের দিকে কখনো তাকিয়েছ সুখেন?
যদি তাকিয়েও থাকো,আবারও গভীর দৃষ্টিতে দেখো তাদের।
কতটা স্বচ্ছতা আর বিশুদ্ধতা ধারণ করে তারা।
অইরকম একটা বিশুদ্ধ হৃদয় ছিল, আছে তোমার জন্য
যে কেবল তোমার উপস্থিতিরই আরাধনা করে।
তোমার বুঝি এই ঘরে পোষালো না সুখেন?
তুমি নিজেকে বললে আজন্মের ফেরারী!
তুমি তবে পথই চাও?
তোমার পথে শিউলি বিছিয়ে দেব, দেব হৃদয় বিছিয়ে। 
চোখের জলে তাকে পিচ্ছিল করব না।



আনন্দম

আনন্দ লেপ্টে থাকে কচি লাউলতার ডগায় শিশিরের গায়ে।
ঝরা পাতার স্তুপে, কাকের কাআ কা আ ধ্বনিতে।
আনন্দ বাস করে পানিতে লাফ দেয়া মাছের শরীরে। 
তুমি তাকে পেতেই পারো ন্যংটা শিশুটির কচি নিতম্বে।
তাকে জোরদার পাবে ক্ষুধা পেটে গোগ্রাসে গেলা ভাতের প্লেটে, এককাপ মজাদার চায়ে।
আনন্দ বাস করে প্রেমিকের আচম্বিত চুমুতে।
জগতের আনন্দযজ্ঞে  তোমার নিমন্ত্রণ প্রানেশ।

Post a Comment

0 Comments