অর্ণব আশিক এর কবিতা

অর্ণব আশিক এর কবিতা


চটের সুঁইচিত্র


চটের কারুকাজে গেঁথে গেছে চেরাচোখ
পাটের আঁশে ভাসে আমার বাংলা। 

অবিশ্রান্ত হাতের কাজ পাটের আঁশে
মেঘভুঁই নেপথ্যে উড়ছে সোঁদা গন্ধ। 

চটের সুঁইচিত্রে নাচছে লুব্ধ বাসনা
পাট এখন অনির্বাণ দাবানল  
বিক্রেতা ও ক্রেতার মনে।



Post a Comment

0 Comments