হা বি বু ল ই স লা ম তো তা
ফণা তুলে গুটি মেরে বসে থাকি
আমি মানুষের মাঝে- অমানুষ আর একটি মন
সম্মানিত সুশ্রী কবিবন্ধু-
আমার প্রথম কবিতাগ্রন্থটি পড়ে বলেছিলেন,
কবি আপনার কবিতার বইটিতে একটিও
প্রেমের কবিতা নেই!
আমি পড়ে অবাক হয়েছি আপনার বৃদ্ধত্ব দেখে;
কিন্তু বাস্তবে আপনার বয়স তো- ততো নয়।
প্রেয়সী বধূ আমার-
সেও মাঝে মাঝে কবিতা পড়ে বলে,
কি সব কবিতা লিখ?
রোমান্টিক কবিতা লিখতে পারো না!
মাঝে মাঝে পেপারের বুকজুড়ে সামাজিক কত অপ্রিয়- অবক্ষয়-বিবাদ,
মুখভারি করে কতজনকে বলতে শুনেছি ,
গুলি করে মারার দরকার এই সব হারামজাদাদের ;
আমিও তাতে দিয়েছি সায়।
দেশীয় বর্গি লুটেরাদের পোষমানা-
মানুষরুপী সারমেয়দের পরিবার এখন
বেড়ে হয়েছে অনেক বড় ;
আর নেতৃত্বহারা নির্জীব মধ্যবিত্ত মানুষগুলো
হীন হতে হতে নাভিশ্বাস এখন নাভিমূলে!
তবুও তাঁরা ভাগ্য বিশ্বাসী;
বিশ্বাস নাই শুধু নিজ কর্মে-
নয় প্রতিরোধ-প্রতিবাদে।
গুটি মেরে ফণা তুলে বসে থাকে
মানুষরুপী মানুষের মাঝে- অমানুষ,
নারী দেখলে অজান্তে হরণ হয়ে যায়
তাদের দৈহিক বিশুদ্ধতা;
অন্যের ভালো দেখে ভাগ্য দুষিয়ে দুষিয়ে
ঘাতক করে তুলে তাদের স্বৈরতান্ত্রিক মন,
তারাও তো সে সব প্রতিদিনের
পেপার প্রতিবেদনের ঘাতকদের মতই !
কবি বন্ধু, ও আমার বধূ প্রেয়সী শোনো-
আমিও তাই!
ফণা তুলে গুটি মেরে বসে থাকি
আমি মানুষের মাঝে-
অমানুষ আর একটি মন,
আমি তাকে মানুষ খোলসের শাসনে বাঁধে
ঢেকে রাখি- সমুচিত ভেবে ।
তাই আর প্রেম-রোমান্টিক কবিতা
লেখা হয়ে উঠে না আমার;
তাই আমি মানুষ ও মানবতার কথা লিখে চলি।
0 Comments