নু রু ন্না হা র মু ন্নি
পরমানুষ
অবারিত সময় নিয়ে গেছে ঘুমন্ত সময়
রোদ মসলার প্রেম এর্লাম দেয়নি শরীরে
আমার আহত আত্মা ঢেকে রাখে
মসলিন আবরন;
ভেসে থাকে অগোছালো স্মৃতির চৌকাঠ
পেন্সিলের মাথায় ভর করে বেড়ে ওঠে
ড্্রয়িং রুমের মাস্তুল সংসার
অক্ষরে অক্ষরে বাঁধে নিয়মের গাঁটছড়া
তুলে দেয় কবিতার উন্মুক্ত কুঁড়ি
আমি তাতে জল ঢালি
পরাধীন মাটি আকড়ে বেড়ে ওঠে বৃক্ষ
ফুল কুড়ানোর দিন এলে;
আমি হয়ে যাই পরমানুষ।
0 Comments