নিজেকে আমি প্রেসিডেন্টই মনে করি
নিজেকে
আমি
প্রেসিডেন্টই মনে করি
কুয়াশার পাহারাদারদের ভিতর
আমি আর হাঙর
পিঁপড়ের জালে
পায়ের তালুতে ফোটা পেরেক
তাজা
যা নীল দেয়ালকে পরিশুদ্ধ করে তোলে
কে বলতে পারে
ঘাসের বীজের ভিতর দিয়ে
কীভাবে
রাগী চওড়া নদীটা
বেরিয়ে গেল
সূর্যের কোন আচ্ছাদন লাগে না
কুয়াশা কুয়াশাই
আমি
সত্যিকার আমি
পাহাড়ে যাবো
একদিন আমি পাহাড়ে যাবো
পাহাড় দেখার
আমার খুব শখ
শিশু শ্রেণির বইয়ে
পাহাড় ছিল
সেই পাহাড়
এখন আরও উচু
বাবার কাছে বায়না ধরেছিলাম
পাহাড় দেখবো
মা অবশ্য
বিস্মিত হয়েছিলেন
আমার বায়নায়
পাহাড় দেখার সৌভাগ্য
মা'র কখনও হয়নি
জানি না
মা তার ছোট্ট বুকে
কোন পাহাড়
পুশে রেখেছিলেন কি না
আলপিন
আলপিন আমাকে বলে ভালবাসতে
অশুদ্ধ এই জগৎকে
এই জগৎ অশুদ্ধ
আবৃত দরজাগুলো আগুনের গন্ডিতে ধ্রুবতারা
আলপিন ভাবে আমি একটা গাছ
আগুনের শিরাউপশিরাগুলোর ভিতর
আমি ভাবি আমি যদি হতে পারতাম আলপিন
আলপিনের ভিতর নির্জন সূর্যের পর্বত
আমার বাবা বুকে গেঁথে রাখতেন আলপিন
বাবার বাবাও
নিস্তব্ধ গুঞ্জনময় রাতের মতো ধারালো
আর ছোট ছোট অধৈর্য পাথরে বিরাট বিরাট খাঁদ
তুমি কী পার আলপিন
বুকের ভিতর ক্ষত তৈরী করা ছাড়া
সবাই ক্ষত দেখতে পায় বুকের ওপর
তোমাকে দেখে না
শিশির আজম
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাাংলাদেশ
0 Comments