টিপু সুলতান এর কবিতা

Poems by Tipu Sultan


ভয়

বীজ পুঁতে অপেক্ষা করবার মতো
আর্তনাদ শিস দিয়ে ওঠে,
ঘাই খাওয়া শরীরে কখন একটা
সবুজবন এসে বসবে,পাখি এসে বসবে
এই দুইয়ের মুখোমুখি এক হতে পারলে
অগ্রহায়ণের চূড়ান্ত ফলাফল অবশ্যই
পাওয়া যেতো,রোদ না মেঘ...
কীভাবে ডাকনাম প্রকাশ করাতে হয়

ট্রেন পথের ওধারে হাট-বাজার,
স্তিমিত ত্বরণে এক বয়েসী নিমাই'কা,
পৃথিবীর সবুজ তরমুজ ক্ষেত ধরে
বাঁশি ফুঁকোয়-আঙ্গুলায়ুধ অংশযোগে-
প্রবোধ সুর-কেবল নিস্তব্ধতা পেরোয়ে
অস্তমিত স্বাধীনতার ফুলগুলো ওড়ে,
ন্যাড়া ডালে-শিশুদের পাশে শুয়ে ভয়
মিঠাইয়ের মতো যেন মিষ্ট মুখোশ...



বন্ধু

এই নগরে অনেক বন্ধু রয়েছে আমার
বিশাল বটগাছের মতো;
ডাকপোস্ট খুলে কোরাস গানের নামে
নিবিড় নিসর্গ এক কোমলতা ঠেকিয়ে
সন্ধ্যার নীল জ্যোৎস্নাময়ী সিঁথি ধরে
হরিণছুটির মতো হৈহোট্ট করে,এদিক
ওদিকের শহর তখন জিরোয়,সটানে-

আর আমাদের জিহবায় খুন হয়ে যায়
কমলালেবুর মতো মাঝবয়েসী হাসি
এবং মিথের গহিন থেকে লাফ দেয়
খরগোশ বাচ্চার সমেত দ্বিতীয় দশক
লাঙ্গলে লাঙ্গলে ফেরে ভুট্টার মৌল রোদ
রুটির কারখানায় এক রাত হেমন্ত এনে
নরমমাংসের স্বাদ নিজেদের করে খাচ্ছি
এইসব দিনে কবিতা বান্ধব রং-সুমধুর!


 
নরম অপবাদ

মাটির স্তনে চুমু খেয়ে পড়ে রই
আমি এক সদ্যজাত শিশু
শুক্রবারে যে কবিতার জন্ম হলো

না হলে অনাধুনিক মানুষ হই
কেননা চারপাশে বড় হচ্ছিল
আধুনিক ট্রমা,প্রাথমিক চাহনি
নরম অপবাদ আর সাপ শিল্প
একটু পরে পরে ছুঁয়ে দেখি
স্বাদ,গূঢ় উত্তেজনা আর কৈশোর
এক পৃষ্ঠা ওলটাতেই ফের পৃথিবী
দুপুরের রিকশা ধরে ফিরছি
আবার নরম বিস্কুটের দোকানে
সুন্দরের হিলিয়ামে যাদুর চোখ!

১৮.০৯.২০২২

Post a Comment

0 Comments