সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক কবিতাসন্ধ্যার আয়োজন করে বগুড়া লেখক চক্র। গত শুক্রবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতি। সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যায় বিশেষ অতিথি ছিলেন করিমপাড়া তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবি জে এম রউফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু। প্রতিষ্ঠাকালীন স্মৃতিতর্পণ করেন এ্যাড. পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এ বি এম জিয়াউল হক বাবলা, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা এবং সংঠনের গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।
এস এম আনিছুরের সঞ্চালনায় কবিতাসন্ধ্যায় ২৬ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। তারা হলেন-সাফওয়ান আমিন, আবু রায়হান, সাহানা আক্তার, আমির খসরু সেলিম, নুসরাত জাহান তানহা, ফাতেমা ইয়াসমিন, শুভ্রা সাহা, অনন্য রাসেল, সারমিন সীমা, রবিউজ্জামান রবিন, রাহাতুল আলম রাহাত, হিরণ্য হারুন, রাহমান ওয়াহিদ, আতাউর রহমান, সিরাজুল ইসলাম, শাহান ই জেসমিন ডরোথী, সোহানুর রহমান সোহান, বাদল শাহ, মোঃ নাসির উদ্দিন, কামরুন নাহার কুহেলী, এস এম আনিছুর রহমান, আব্দুল ওয়াদুদ, মাজেদুর রহমান, মাহবুব এ ইলাহী মিঠু, খালিদ হাসান মিলু এবং নিয়ন মতিউল। কবিতাসন্ধ্যায় প্রত্যেক কবিকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের সভাপতিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
0 Comments