বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের এক সভা গত শনিবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক, উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, আসর পরিচালনা সম্পাদক সাফওয়ান আমিন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য আমির খসরু সেলিম এবং আবু রায়হান। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির। সভায় আগামী ২৫-২৬ নভেম্বর এ বছরের কবি সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এবছর ৫ টি বিষয়ে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২২ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়গুলো হলো-কবিতা, প্রবন্ধ সাহিত্য, কথাসাহিত্য, লিটল ম্যাগাজিন সম্পাদনা এবং সাংবাদিকতা। সভায় সদস্যদের মাসিক চাঁদা আগামী অক্টোবর মাসের মধ্যে সংগঠন কার্যালয়ে জমা দেয়ার আহবান জানানো হয়। কবি সম্মেলনে বাংলাদেশ এবং ভারত মিলে ২০০ জন কবিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা অক্টোবর মাসের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি বছরের মতো এবছরও কবি সম্মেলনে সবার সহযোগিতা কামনা করা হয়।
0 Comments