‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের তাড়াশে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় আব্দুল লতিফ গণপাঠাগারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
পাঠাগারের সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সদস্য আব্দুল খালেক, আরমান সরকার, সবুজ শাহরিয়া, বুলবুল আহম্মেদ, সবুজ আহমেদ, ওমর ফারুক ফারাবী, নাজিম উদ্দিন প্রমূখ।
এ প্রসঙ্গে আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয় বলেন, আমরা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইপাঠের প্রতিযোগিতা দেই। এ পাঠ কার্যক্রমে পাঠাগারের ৩৫ জন সদস্য অংশ নেয়। এর মধ্যে সেরা ০৩ জন সদস্য নির্বাচিত করা হয়ছিল। তাদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুুলে দেয়া হয়।
0 Comments