সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিরতণী, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে আব্দুল লতিফ গণপাঠাগারের উদ্দ্যেগে গোন্তা আলিম মাদ্রাসার হল রুমে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক।
সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়ের সঞ্চলনায় স্বাগত বক্তব্যে রাখেন প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ সরকার। অন্যেদের মধ্যে বক্তব্যে রাখেন, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, শুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম এ আজিজ, কবি-সম্পাদক রনি বর্মন, গোন্তা আলিম মাদ্রাসার আইসিটি শিক্ষক মো. মশিউর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ গণপাঠাগারের দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য আরমান সরকার, ওমর ফারুক ফারাবী প্রমূখ।
উল্লেখ্য, ৩১ জন শিক্ষার্থীর মধ্যে চিত্রাংকন প্রতিযাগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থী মোছা. নাজনীন খাতুন প্রথম, মোছা. সুমাইয়া খাতুন দ্বিতীয় এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. কামরুন্নাহার সাদিয়া।
0 Comments