বগুড়া লেখক চক্রের ৮৮৯তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

Bogra is the 889th writer in the cycle  A fortnightly literature session was held

বগুড়া লেখক চক্রের ৮৮৯তম পাক্ষিক সাহিত্য আসর গত শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে স্বরচিত লেখা পাঠ করেন বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান, নির্বাহী সদস্য আবু রায়হান, সাহানা আক্তার ডেবুলী, শুভ্রা সাহা, আব্দুল মতিন, প্রতত সিদ্দিক, নুসরাত জাহান এবং পবিত্র প্রামাণিক। আবৃত্তি করেন প্রতত সিদ্দিক এবং মাহবুব এ ইলাহী মিঠু। অনুবাদ সাহিত্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান এবং সাম্প্রতিক বাংলা কবিতা নিয়ে বক্তব্য রাখেন বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি সাফওয়ান আমিন।  

Post a Comment

0 Comments