বগুড়ায় কবি আরিফুল হক কুমারের একক কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত

Poet Ariful Haque Kumar's solo poetry evening was held last Friday night at Max Motel organized by Bogra Writers' Circle-20.08.22


বাংলাদেশের অন্যতম সাহিত্য সংগঠন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক, বাচিকশিল্পী ও কবি আরিফুল হক কুমারের একক কবিতাসন্ধ্যা গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। কবিতা সন্ধ্যায় তিনি বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে ১০টি কবিতা আবৃত্তি করেন। এর আগে কবিতাসন্ধ্যাপূর্ব এক আলোচনা সভা সংগঠনের উপদেষ্টা এবং সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সাবেক সভাপতি, কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, গাবতলি করিমপাড়া তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নাসির উদ্দিন, ছড়াকার রতন খান, বগুড়া নাট্যদলের সভাপতি মীর্জা আহছানুল হক দুলাল, জাতীয় কবিতা পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি কবি আজিজার রহমান তাজ এবং বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি সাফওয়ান আমিন।  কবি আরিফুল হক কুমারের কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন অলক কুমার পাল, মাহবুব এ ইলাহী মিঠু, অনন্য রাসেল, সাফওয়ান আমিন, আফ্রোদিতি মিলন, আবু রায়হান এবং শিশির শুভ্র কলি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।

কবিতা পাঠের পূর্বে কবি আরিফুল হক কুমারকে ফুলেল শুভেচ্ছা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের পক্ষে সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, সংশপ্তক থিয়েটারের পক্ষে সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন এবং থিয়েডার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা। 


Post a Comment

0 Comments