মুহম্মদ রহমতুল বারী আর নেই

 
Muhammad Rahmatul Bari is no more

৬০ দশকের অন্যতম কবি, মুহম্মদ রহমতুল বারী গতকার ২৬ আগস্ট ২০২২ সন্ধ্যা টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর 

১৯৩৬ সালের ২৮ অক্টোবর বগুড়া জেলার ধুনট উপজেলাধীন গোবিন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহন করেন। পিতা মাওলানা নাজির আহমদ। মা, রহমতুন্নেছা। ১৯৫ ৬ সালে চট্টগ্রাম মেহডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজসহ সুনামধন্য স্থানে কর্মরতছিলেন।
 
তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য, স্বপ্নের সোনালী আবীর (কবিতা) ১৯৯২, বিকাউ (গল্প) ১৯৯২, জেগে থাকি (কবিতা) ২০০৫, অসম্পাপ্ত তৈলচিত্র (কবিতা) ২০০৫, ‍নির্বাচিত কবিতা ২০১২।
 
সম্পাদিত ছোটকাগজ, উন্মেষ, ভাস্কর, শাশ্বত বাংলার মুখ।
 
তিনি বাংলাসাহিত্যে অবদান রাখার জন্য পেয়েছেন,
বগুড়া লেখক চক্র পুরস্কার ১৯৯০
এস এম রাহী পুরস্কার (শেরপুর সাহিত্য চক্র, বগুড়া) ১৯৯১
সজীব মন পুরস্কার (দিনাজপুর) ১৯৯৪
বগুড়া নাট্য গোষ্ঠি পুরস্কার ২০০১
মনোজ দাশগুপ্ত স্মৃতি পুরস্কার ২০০১
মহাত্মা গান্ধী স্বর্ণপদক (মহাবঙ্গ সাহিত্য পরিষদ, কলকাতা) ২০১৮
 
 

 ৬০ দশকের অন্যতম কবি, মুহম্মদ রহমতুল বারী আজ সন্ধ্যা টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর 

Post a Comment

0 Comments