আজ কবি মজিদ মাহমুদ এর জন্মদিন

Today is Majid Mahmud's 57th birthday


আজ কবি ও গবেষক মজিদ মাহমুদের ৫৭তম জন্মদিন। মজিদ মাহমুদ ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল পাবনা জেলার চরগড়গড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা কেরামত আলী বিশ্বাস, মা সানোয়ারা বেগম। তিনি গোপালচন্দ্র ইনস্টিটিউট (জিসিআই) পাবনা, রাধানগর মজুমদার একাডেমি (আরএমএ) পাবনা, সরকারি এডওয়ার্ড কলেজ এবং ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা-সাহিত্যে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর। তাঁর লেখালেখির বাইরে সাংবাদিকতা, শিক্ষকতা ও সমাজ সেবামূলক স্বাধীন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি দৈনিক বাংলা, বাংলাদেশ সংবাদ সংস্থা, সকালের খবর ও অর্থনীতি প্রতিদিন-কর্মরত ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে মুড়াপাড়া ডিগ্রি কলেজ ও ইউনিভার্সিটি অব অলটার্নেটিভ ডেভেলপমেন্ট-এ শিক্ষকতা করেছেন। সংগঠক হিসেবেও মজিদ মাহমুদের রয়েছে বিপুল সফলতা। তিনি ১৯৮৬ সালে পাবনায় ‘বন্দে আলী স্মরণ পরিষদ’ নামে একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এবং তাঁর জন্মস্থান চরগড়গড়িতে শিশুদের জন্য একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া ওই প্রত্যন্ত গ্রামে তিনি আধুনিক মানের একটি গ্রন্থাগার গড়ে তুলেছেন। পাবনা সদর উপজেলার চরের ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে প্রয়াত বাবার নামে গড়ে তুলেছেন কেরামত আলী উচ্চ বিদ্যালয়। ওসাকা নামে বেসরকারী একটি সংস্থারও তিনি প্রতিষ্ঠাতা। যে প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। মজিদ মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রাইটার্স ক্লাব ও বাংলা একাডেমির সন্মানিত সদস্য।
 
কবি মজিদ মাহমুদ এর রচনা কমনওয়েলথ ফাউন্ডেশন, ইন্ডিয়ান রিভিউ, সিঙ্গাপুর আনবাউন্ডসহ দেশি-বিদেশি স্বনামখ্যাত বহু জার্নালে প্রকাশিত হয়ে থাকে। ইংরেজি ছাড়াও ফরাসি, চায়না ও হিন্দি ভাষায় তার বই অনূদিত হয়েছে। তার আটটি গ্রন্থ লাইব্রেরি অব কংগ্রেসের মাধ্যমে বিশ্বের ২৮টি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা বৃত্তির অধীনে ‘রবীন্দ্রনাথের ভ্রমণ-সাহিত্য’ এবং নজরুল ইনসটিটিউটের গবেষণা বৃত্তির অধীনে ‘নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র’ শীর্ষক গবেষণাকর্ম সম্পাদন করেছেন। তাঁর ১৫টি কাব্যগ্রন্থসহ মোট ৫০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গ্রন্থ প্রকাশের সাল ১৯৮৫। 
উল্লেখযোগ্য গ্রন্থগুলো-

কবিতা: মাহফুজামঙ্গল (১৯৮৯), গোষ্ঠের দিকে (১৯৯৫), বল উপাখ্যান (১৯৯৮), আপেল কাহিনি (২০০১), ধাত্রী-ক্লিনিকের জন্ম (২০০৬), অনুবিশ্বের কবিতা (২০০৭), দেওয়ান-ই-মজিদ (২০১০), সিংহ ও গর্দভের কবিতা (২০১৩), সন্ত কবীরের ১০০ দোঁহা (২০১৪), গ্রামকুট (২০১৬), কাটাপড়া মানুষ (২০১৬), শুঁড়িখানার গান (২০১৬), লঙ্কাবিযাত্রা (২০১৬), শ্রী শ্রী সন্ন্যাসীতলা (২০২২) ষটকগুচ্ছ (২০২২)। কাব্যসংকলন- কবিতামালা (২০১৬), কাব্যসমুচ্চয় (২০২০), কাঁটাচামচ নির্বাচিত কবিতা, (২০০৬), নির্বাচিত কবিতা (২০০৪), শ্রেষ্ঠ কবিতা (২০০৩)।

প্রবন্ধ: নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র (১৯৯৬), কেন কবি কেন কবি নয় (২০০৩), নজরুলের মানুষ ধর্ম (২০০৪), ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ (২০০৫), উত্তর-উপনিবেশ সাহিত্য ও অন্যান্য (২০০৭), সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা (২০১০), রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ (২০১২), নির্বাচিত প্রবন্ধ (২০১৪), ক্ষণচিন্তা (২০১৬), নতুন সাহিত্যচেতনা (২০১৮), সাহিত্যে মহামারী (২০২১), মহাজীবনের মহাকাব্য (২০২১), রবীন্দ্রভাবনায় ভারত ও বিশ্ব (২০২২)।

কথাসাহিত্য: মাকড়সা ও রজনীগন্ধা (১৯৮৬), সম্পর্ক (২০১৮), মেমোরিয়াল ক্লাব (২০২০)। এছাড়া নজরুল জীবন ভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে পরস্পর ও পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত ‘দৈনিক দিনদর্পণ’ পত্রিকায়।
অনুবাদ: যাযাবর প্রেম (উপন্যাস) ২০১৭, মূল মরোক্কান লেখক ইউসুফ আমিনি ইলালামি, ঈশ্বর ছুটিতে (২০১৭) মূল অজিত কৌর, পরদেশি কবিতা (২০২২)।

শিশু সাহিত্য: বৌটুবানী ফুলের দেশে (১৯৮৫), বর্ণমালায় বাংলাভাষা (২০১৮)

সম্পাদনা: রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য (২০০৭), মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কবিতা (২০০৯), বৃক্ষ ভালোবাসার কবিতা (২০০০), জামরুল হাসান বেগ স্মারক গ্রন্থ (২০০৩), হাবীবুল্লাহ সিরাজীর নির্বাচিত কবিতা (২০২২)।

পেশা: সাংবাদিকতা, শিক্ষকতা, সমাজসেবা। 

পুরস্কার: সাহিত্যকর্মে অবদানের জন্য মজিদ মাহমুদ এ পর্যন্ত বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- বাংলাদেশ রাইটার্স ক্লাব পুরস্কার-২০২১, কবি বন্দে আলী মিয়া সাহিত্য পুরস্কার ১৯৮৮, কবি মকবুল হোসেন স্মৃতি পুরস্কার ১৯৯৯, কবি মঞ্জুষদাশ স্মৃতি পুরস্কার ২০০৪, কবি মজিবুর রহমান বিশ্বাস স্মৃতি পুরস্কার-২০০৫, রবীন্দ্র-নজরুল সাহিত্য পুরস্কার ২০০৬, জাতীয় প্রেসক্লাব পুরস্কার-২০০৮, বেঙ্গলি কমিউনিটি সম্মাননা, দিল্লি ২০১০; বেঙ্গলি রাইটার্স সম্মাননা লন্ডন-২০১০, ‘কারুভাষ’ বিনয় মজুমদার সাহিত্য পুরস্কার-২০১১, অরণি সাহিত্য পুরস্কার-২০১১, পদক্ষেপ সাহিত্য পুরস্কার ২০১৩, সৌহার্দ ৭০ কোলকাতা পুরস্কার, অনিরুদ্ধ ৮০ কোলকাতা পুরস্কার, হলদিয়া কবিতা উৎসব পুরস্কার-পশ্চিমবঙ্গ, ঈশ্বরদী জনকল্যাণ সমিতি সম্মাননা, শেরে বাংলা স্মৃতি পুরস্কার, নজরুল গবেষণা পুরস্কার, চিরকুট সাহিত্য পুরস্কার, শৃন্বত সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা সম্মাননা, ভোপাল রবীন্দ্র সম্মাননা, পূর্ব-পশ্চিম সম্মাননা, মহিয়সী সাহিত্য সম্মাননা, শান্তিনিকেতন, বনানী আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, প্রভৃতি।

Post a Comment

0 Comments