নুরুন্নাহার মুন্নি’র দু’টি কবিতা

Two poems by Nurunnahar Munni





সম্পর্ক ও নদী

সম্পর্ক-
পদার্থ বিজ্ঞানের ধাতব কৌশল-
কিংবা রসায়নের মিথস্ক্রিয়াই হোক না কেন;
সম্পর্ক হয়;
জিহ্বার টসটসে স্যালাইবার আবরনে হোক
আর হৃদপিন্ডের অলিন্দ নিলয়ের দ্যোতনায়ই হোক
সম্পর্ক হয়;
জ্যামিতি বক্সের ভেতরের রহস্যটুকু জানতে গিয়ে-
ক্যালভিনের ইতিহাস ভেদ করা প্রভুর কাজ নয়,
তবু ও কাঁটা কম্পাসের সাথে পেন্সিলের সম্পর্ক হয়;
অনন্ত প্রেমে আষ্টেপৃষ্ঠে ধরা ঘুণপোকা সরাতে-
কেরোসিন আর কাঠের সম্পর্ক হয়;
প্রলেপের উপর প্রলেপ দেয়া দেয়ালের সাথে-
রংয়ের সম্পর্ক হয়,
কামারের হাতের কারুকার্য হোক না টর্চলাইটের
ফ্যাকাশে যৌবন,
ইস্পাতের সাথে আগুনের সম্পর্ক হয়।
নদী-
ঘোলাটে আঁধার কালো কিংবা
হীরের স্বচছতায় বেঁচা সুখ;
গর্ভবতী হোক বা যৌবনা নারীর অবয়বে;
নদী তার একুল-ওকুল মিলে একাকার;
শুক্লপক্ষ ভেঙ্গে সৌরপথ ডিঙিয়ে-
জ্বলোচ্ছ্বাসের ভাঙনে ও নদী হাসে মিলন সুখে;
এ কুল ভাঙ্গে তো ওকুল গড়ে;
নদীর মতোই সম্পর্ক আশায় হাতরায়-
এক জমিনের মাটি নিয়ে অন্য জমিন বাঁধে।






সংগ্রামী চেতনায় মুক্তির ডাক

স্বাধীনতা চেয়েছিল একদিন
'বাংলাদেশ'
কথা বলার স্বাধীনতা,
বাংলা ভাষার স্বাধীনতা,
চায়নি সংগ্রাম,চায়নি কোন আন্দোলন,
ওরা তা-ই চেয়েছে,
পরাধীনতার শৃঙ্খল ভেঙে-
মুক্তির স্বাধীনতা চেয়েছিল একদিন-
'বাংলাদেশ'
চায়নি ত্যাগের রক্তস্রোত,
চেয়েছিল মুক্তিতে মুক্ত হউক-
"সোনার বাংলাদেশ"
চায়নি কোনো মায়ের বুক থেকে
কেড়ে নেয়া সন্তান-
হায়েনার ক্ষুধার্ত পেটের আহার হউক।
ওরা তা-ই চেয়েছে।
ভূলেছিল সেসময় পিশাচের দল-
ওদের বিকলাঙ্গ লিঙ্গাঙ্গগুলো-
ভূলেছিল সাম্প্রদায়ীকতা।
কোটি নারীর চোখে যখন
মুক্তির আলো আশা হয়ে জ্বলছিল;
তখন ওরা সেই আশাতে-
দাউ দাউ করে আগুন জ্বেলেছে।
যা হারিয়েছি তা অপূরণীয়,
যা পেয়েছি তা অকুতভয়ী সংগ্রামী বিজয়।
মুক্তির চতুর্দশ শতকে দাড়িয়ে আজ
' বাংলাদেশ'
৭১- এর দেশ বিরোধী দালাল দোসরের
ছা- পোনারা বংশবিস্তার করেছে আবার;
আবার ষড়যন্ত্র?
আবার গোপন বৈঠক?
আবার বাঙালীর হাতে অস্ত্র তুলে নেয়া?
আবার সংগ্রামী শক্তির পুনরাবৃত্তি?
না! আর নয়।
হারতে শিখেনি বাংলাদেশ,
সুতরাং সময় এসেছে আবার-
এবার করতে হবে এদের ভ্রূণেই বিনাশ।


Post a Comment

0 Comments