নিখিল নওশাদ এর দু’টি কবিতা

 
Two poems by Nikhil Nowshad


দেয়া

বৃহত বনানী ছেড়ে
উড়ে এসে লোকালয়
দেখতে দেখতে এক অতিথি পাখি
দৃষ্টি হারিয়ে- দিলো বাসা
পত্রহীন বৃক্ষের বুকে শুষ্ক ডালে
কাটে ক্লান্ত প্রহর তার
দিনমান...

অদেখা ভূমিকম্পে
অস্পষ্ট সাইরেন বাজে দূরে
পাখি উড়ে ফের ফিরে আসে, আর
অজানা সাইক্লোন ঘটে গেলে
এক মৃত্যুমুখর স্নানে ভিজে
শেষ হবে একক কলতান...

ভাবি এই সাজানো শব্দ, শবদেহ
নিভিয়ে দেবার আলোতে
আমরা ঘটে যাবো প্রেমে
লেখা ভোর, না লেখা শেষরাত
সখের স্বল্প আয়ুকাল ঘষে ঘষে
যেটুকু আগুন দেয়া যায়-
পৃথিবীর মুখে, মুখাগ্নি দিয়েছি তোমায়...



সকাল

শামুক চলেছে রাতে। চলে কোনো কিন্নরদল তার সাথে। এ ধারা সকাল হয়, পুজো কিবা হামদ্ আর নাত-এ।

কাঁপছে বিষম দেহ, দিল্। ভ্যাটে ভরা শাপলার বিল। নিচে র'লে প্রজাপতি, উপরে অপয়া-ভয়; চিল!

দিঘীতে দেওয়ানো পার-জোড়া। 'বিষাদসিন্ধু' থেকে ঘোড়া। ভালো কোনো নাম নেই, ডাক নামে ডাকে যেন ওরা...

ঝরে ওড়ে আরিফের গাই। পাতাদের ছিঁড়ে যাওয়া চিৎকার পাই। ধানের গন্ধে তবু, পোড়া দেহে ঘুম ধরা হাঁই।

এ ধারা সকাল হয় খুব। বিষণ্ন সুন্দরে কুয়াশায় ধোঁয়াশায়, বেহুলারা দিয়ে থাকে ডুব...

Post a Comment

0 Comments