পাবনায় "মহীয়সী সাহিত্য পাঠচক্র" এর আয়োজনে ৭ম কবিতা উৎসব অনুষ্ঠান (১১ মার্চ, ২০২২) উদ্বোধন করেন দেশ বরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ। পাবনা জেলা পরিষদ রশিদ হলে আয়োজিত চারটি পর্বে সাজানো দিনব্যাপী এই উৎসবের প্রধম পর্বের আলোচনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশীদ, কবি খৈয়াম কাদের, কবি আখতার জামান, কবি সরওয়ার জাহান, কবি ফরিদ আহম্মেদ দুলাল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি রেহানা সুলতানা শিল্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য কবি সালেক শিবলু, নূরে জান্নাত। আমন্ত্রিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। দেশের প্রায় ৩০ জেলার শতাধিক নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকেরা এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী কবিদের লেখা সম্পাদিত কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করে আমন্ত্রিত অতিথিরা। এছাড়া শেষ পর্বে শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
0 Comments