আদি সানম এর কবিতা

 

Poems of Adi Sanam


হৃদয়ে গোপন সকাল


আমাদের নিয়ে লুকায়ে যাচ্ছে
দস্তাবেজ ঘোরের মধ্যদিয়ে
জলপাই রঙের বন পোশাক-

কেবল নিজেদের দেখে নিচ্ছি
আর ঘড়ি হতে বেরোচ্ছে-সময়;
যে ঠোঁটে সবুজপাতার গান
এবং বুনো পাখিদের রোদ
অদূর পৃথিবীতে নেচেছিল খুব
এই ভেবে শরীর হতে নুন খসে-
তোয়াজ করে~নগর,নার্সিসাস
হৃদয়ে গোপন সকাল-আর
ঘুম শেষে বেঁচে আছি কিনা
এমনও গন্তব্য ও স্নায়ু অহমের
মুহূর্তগুলো শাদা শিল্প ছুঁয়ে যায় !

২৬ ফেব্রুয়ারি ২২





আশাদায়ক ছদ্মনাম

আমার কবিতার ঝিনুক উদরে
তিন কাঁটা ঘড়ির প্রাগৈতিহাসিক
দেওয়াল ধরে হাসছে,স্থির ফণা-
আর সেতার পার্টি চলে যাচ্ছে

নবান্ন পৃথিবীর সকল অনন্ত সুখ
খনন করে~কালস্রোতের দিকে-
কেবল সারারাত তার মুখপানে
ঋতুবতীর ব্ল্যাক মখমলে নাচে-রাই
দুর্লভ মুহূর্ত,পেট আলগা-বাতাস;
আহা!পৃথিবীর সব নিখোঁজ নক্ষত্র
ওড়াচ্ছে আলো,সংগীতের গলা-
আর হৃদয়ে-হৃদয়ে ছদ্মনাম,সান্ধ্যকথা
আলপিনের মতো বিক্ষত সারি ধরে
শাদা-শাদা মৃদু করতালি এগোচ্ছে

২৬ ফেব্রুয়ারি ২২





নজর

হাওয়ার গান শুনছি-সন্ধ্যার আগে

পাখিরা বয়ে বেড়াচ্ছে-বনবাস
সে অন্যরকম বিল্পবাত্মক প্রবেশ
এত দৃশ্য,যেন সহজাত পরম্পরা-

এরকম সিম্ফনির ঘোরছায়া এল
যেদিকে তাকাই ডেটলের গন্ধ
আর বিবিসি সংবাদ,রূপকথা-
ঝুঁকে আছে-শাদা কাতানে ভর
করে মৌসুম গান আর শরীর
যেন সটান পিঠের নিচে ঘাস
ও মাটি খুব নম্র উৎসব নিয়ে
গ্রাম এবং দীর্ঘ শহর-ঘিরে উন্মাতাল
চিত্রল হরিণীর বাদাবন,বসন্তকাল
এমন প্রেতচ্ছায়া যে ইত্যাদি~ইত্যাদি!

২৬ ফেব্রুয়ারি ২২

Post a Comment

1 Comments