ফিরোজ শাহের কবিতা

ফিরোজ শাহের কবিতা



বিপনন 


বেগুন ক্ষেতে 

চাষ হচ্ছে আমার ছায়া 
বড় হয়ে 
চলে যাচ্ছি 

সবজি বাজারে । 






কলিংবেল 


কলিংবেল বাজে

ঘুমের ভাঙা কাচ
মাড়িয়ে
ঘর চলে আসে দরজায়

মিশে যায় মানুষের ভেতরে। 






লণ্ড্রী 


ঢেউগুলো 

ইস্ত্রি করলে 
শান্ত হয়ে যায় সমুদ্র

কলারে -

জমা রাখে নুন আর মিনারেল। 




কুকুর


টগবগে শরীর থেকে

চুঁইয়ে পড়া 
গরম ভাতের ফেন 
খেয়ে

আমার ছায়ার ওপরে জিরোচ্ছে একটা কুকুর।







দ্বন্দ্ব 


ড্রেসিংটেবিলে রাখা সেপটিপিন


চলে আসে 

আলনায় ঝুলে থাকা ব্লাউজের সামনে

ছিঁড়ে ফেলে 


প্রতিদ্বন্দ্বী সব বোতাম। 

Post a Comment

0 Comments