চলমান
যেভাব ঘটনাবলীর সূত্রপাত;
সুবোধ সকালের মাথায় ভর করে পাংশুটে মেঘের মহড়া
নির্বিচারে বাতাসে গড়াগড়ি দিতে দিতে দুরন্ত কণিকারা ছুটে চলে মাঠে-
মাঠের ওপারে পরে থাকে সাদা শাড়ি ও বকের ডানা।
আপাতত, প্রেমিক মন পাণ করে নেয় সীমান্তের ধূলিঝড়।
শীতের সন্ধ্যাকালীন আলিঙ্গনে ধারালো হয় বিকেল চোরা চোখ-
চোখের কোণায় পূর্ণতা পায় ধুপকাঠির রঙ-
সে রঙে আঁকা হয় স্নান ঘরের আঁলপনা
জলের ভিতরে ছাপা হয় কলের গান।
এখনও কী তুমি জীবন পড় মোমবাতি জ্বেলে,
যখন কেউ ঘুমিয়ে পড়ে দুধের পসরা মেলে।
চিতল মানুষ
উড়াল মনের ভেতর একটা চিতল মানুষের বসবাস দীর্ঘদিন।
মানুষটার ভেতরে জাগ্রত ছিলো অষ্টাদশী চাঁদ
চাঁদের চিন্তার অতলান্তে বাঁধা ছিলো-
ভায়াগ্রা প্রপাত; চলমান চেতনার প্রতিকূলে ভেসে যেতো
নির্বাচিক হাওয়াই-বেদনা ঘুড়ির ঝাঁক।
মানুষের মনগড়া আকাশের উচ্চতায় তোলা হলো সন্ধ্যামালতির সুরেলা বাগান।
পাখিগুলো চুপচাপ, টুপটাপ ঝরে গেলো লজ্জায় মাটিতে।
জানা গেলো, শেষে নগরকীর্তন...
মালতির বুকে অবাধ্য বিসুখে তিলে-তিলে বেড়ে ওঠে চিতল মানুষের জয়গান।
মাতাল সূর্য্যদিন
মাতাল সূর্য্যদিনে ভাসিয়ে দিলে
যাবতীয় যাপনের যোগফল-
মেঘ ভাবনার আকাশে উদিত হয়,
কেবলই জলপাই বাসনার নদী।
প্রয়োজনের সীমাবদ্ধতায় যে জল-
গড়িয়ে যায় অতলের গহীনে
অপুক্ত দৃষ্টিতে তার ভাসা-ভাসা
দুধেল চিতই।
এই যে এতো রঙ, আলো আলো খেলা
দিন শেষে সবই তো অন্ধকার, কালো।
হামলায় মামলায় ঝড়ে যাওয়া ফুল
থাকে কী তার কামনা বিলাস?
কী দারুণ আশ্চর্য্যময় সরল তোমার সমাধী
রমাদি’র সমাধী এখনও আশ্চর্য্য অবিকল
দুপারে নরম ঘাস এখনও স্নিগ্ধ কমল
বিতল ধারার অতল নদী মাঝ বরাবর
বয়ে চলে দুধাল ঢেউ বিমুগ্ধ চরাচর।
খুব অল্পই আমার কল্পনাতে-
ভাসাভসা এক তরী
তীর হারায়ে খুঁজে পেয়েছিলো যে-
মহাশূনের পারাপার...
রমাদি, তুমি আমার স্বপ্ন
তোমার সমাধী অহঙ্কার।
.
গাছ এবং গভিরতা বিষয়ক এলিজি
একটা পেয়ারা গাছের কাছে গভিরতা কামনা করলে-
সে আমাকে শূন্যতা উপহার দিলো- বর্তুলাকার।
দোলোকের গোলোক ভালোবেসে আমরাও বারবার
ভূলোকে পতিত হবার সম্মতি জানালাম। আর
পরম মুগ্ধতায় তলিয়ে যেতে থাকলো-
আমাদের ভূত ও ভবিষ্যৎ।
মুরুব্বী গোছে বুড়ো ভামরা শত ও সহস্রবর্ষী গাছগুলো-
হাত তালি দিয়ে তাদের পরম্পরায় উৎসাহিত করলেন।
আমরাও উৎসবের আমেজে পতন যজ্ঞের আয়জনে
ব্রতী হয়ে উঠলাম।
হাওয়াবাজির দিনান্তে; গমনের হিসেবে-
লেখা হলো...
“গর্তের গভীরতায় গতিরহিত“
.
.
রনি বর্মন
জন্ম: ০৪ জানুয়ারী ১৯৮৫ খ্রি.
(সম্পাদক: বামিহাল)
শেরপুর, বগুড়া।
মোবাইল: ০১৭৪৩৯১৮৯১৬
রনি বর্মন
জন্ম: ০৪ জানুয়ারী ১৯৮৫ খ্রি.
(সম্পাদক: বামিহাল)
শেরপুর, বগুড়া।
মোবাইল: ০১৭৪৩৯১৮৯১৬
0 Comments