হাসান ইমতিয়াজ এর পাঁচটি কবিতা

Five poems by Hasan Imtiaz



আমি চলে গেলে 

আমি চলে গেলে —

প্রতিটি রাতই তোমার দীর্ঘ মনে হবে 
ঘুমহীন চোখের পাতায় 
কে যেন আলতো ছুঁয়াবে ঠোঁট! 

একটা অদৃশ্য শরীর... 

খুঁজবে তাকে — আঙুলের তৃষ্ণায় 
ধরতে যাবে — কিন্তু পাবেনা — 

আমি চলে গেলে —

তাহাজ্জুদের নামাজ তোমাকে একাই 
পড়তে হবে — এবং কি মোনাজাতও! 




কথাটি ভিন্ন ও বিষাদের 

যাব যাব করেও 
কোথাও যাওয়া হবেনা আর! 
বলি বলি করেও 
একটি কথা বলা হবেনা আর! 

কথাটি ভিন্ন ও বিষাদের — 

ছোট্ট সেই কথাটি
বড় হতে হতে শেকড় ছড়িয়ে
যাবে হৃদপিণ্ডজুড়ে! 

আমি চলে গেলে — 

তোমার সমস্ত কথাগুলো নদীর 
ঢেউয়ের মত তসবিহ পাঠ 
করতে করতে সমুদ্রে মিশে যাবে।




আমি চলে গেলে 

আমি চলে গেলে —

ঘরের সামনে একটা রজনীগন্ধ্যা লাগাইও;
ব্যাথা ও বিষন্নতার দীর্ঘশ্বাসে 
জীবন যখন তোমার সুগন্ধিহীন হবে —
পূর্ণিমার আলোয় তখন খুলে দিও দরজা 

আমি মিশে যাব বাতায়নে 
শস্য ও শামুকের পোশাক পরে তুমিও 
নতমুখী বসে থেকো — 

একটা দমকা হাওয়া যেইভাবে 
এলোমেলো করে দেয় আলগোছে চুল 
সেইভাবে ছুঁয়ে যাব সেই —অধরামৃত! 

আমি চলে গেলে —

তোমার সমস্ত দুঃখরা কোন এক 
বাদলের দিনে অযথাই ভিজতে ভিজতে 
আমাকে ছুঁয়ে দিবে — তারপর সমস্ত প্রেম 
নিয়ে আমি ঝুলে যাব তোমার— ফুলদানিতে! 




কুয়াশাভাত 

শীতকাল বুকের জমিন 
একটা ধানগাছ
তরতর করে বেড়ে ওঠছে 
আর তাতে ফুটছে—  কুয়াশাফুল 

তাকে ছুঁয়ে দাও 
ছুঁয়ে দিলেই সাদা দুধের মতো 
দানা বাধতে বাধতে সে হবে ভাত 

শীতকাল বুকের জমিন 
পানি ছাড়াই এইখানে আবাদ 
দিয়েছি — উর্ভরা প্রেম 
তুমি ফুটে থাকো সুগন্ধীফুল।




প্রাইভেট 

রাফখাতায় ভুল প্রেম 
গতকাল 
তোমার সঙ্গে দেখা হবার পর 
নির্ঘুমে বালিশ উল্টিয়েছি বহুবার! 

ক্লাস নেই 
তবুও প্রক্সিতে ঢুকে গেছি 
তোমার ক্লাসে;
তুমিও নেই হাজিরায় আজকাল! 

হাপিত্যেশ মন 
পাখিডাকা ভোরে ঘুম ঘুম 
চোখেই চলে এসো 
রাফখাতায় এঁকে দিব নির্ভুল প্রেম!

Post a Comment

0 Comments