মাজেদুল হক এর কবিতা ভাবনা

Majedul Haque's Poetry Thoughts




সক্রেটিস বলেছেন- know thyselfএকজন কবি, তিনি তাঁর আত্মজীবন প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বতঃস্ফুর্ত পরিব্যাপ্তিতে আতস্থ হয়ে মানুষ ও জগতের বিচিত্র বিষয়াদির মধ্যে তাঁর নির্মাণের ঐক্য ধরে রাখেন। এসব চিন্তার অচলায়তন ভেঙে চেতনার সামগ্রিকতাকে রূপ দেন এবং তা হয়ে ওঠে নৈর্ব্যত্তিক ভাষার অনন্ত পরিসর আবার লৌকিকতার মধ্যে বসবাস করেও অলৌকিক চিন্তা-ভাবনা কেবলমাত্র একজন কবিই করতে পারেন। আটপৌরে জীবনের নানা চড়াই- উৎরাই, অসঙ্গতি, ভালোলাগা, মন্দলাগা, নিজস্ব অভিব্যক্তির মধ্যে দুর্গমণীয় চিন্তায় যিনি আবিষ্ট হন তিনিই কবি। কবি জীবননান্দ দাশের ভাষায় কবি সেই যার রয়েছে কল্পনার প্রাচুর্য। তবে সব কবিতা যেমন কবিতা হয় না, তেমনি সবাই কবিও হতে পারে না। কবিতা জীবনের প্রতিবিম্ব। সত্য, সময় ও যুগের কথা বলে। চেতনার প্রসারতার বিপ্লব ঘটায়। কবিতা মনের অভিব্যক্তি প্রকাশ করে। কবিতা লিখলাম আর কবিতা হয়ে গেল ব্যাপারটা এতো সহজ নয়। আমি কবিতা লিখি মূলত কবি হওয়ার জন্য নয়। একজন সাধারণ পাঠক হিসেবেই লিখি। কবিতা লিখে যত্ন করে রেখে দেই। মাস খানিক পর আবার বের করে ঝাঁলাই করে অবকাঠামো তৈরী করি। কবিতার মধ্যে মূল বক্তব্য, শব্দ চয়ন, শব্দের ব্যঞ্জনা, দুর্বোধ্যতা ,লেখার কৌশল, পূর্ণাঙ্গ রূপ, শৈলী নির্মাণের ধারা, শৈল্পিক চেতনাবোধের বহিঃপ্রকাশ, জীবনাবেগ ও জীবনদৃষ্টি জাড়িত ভাবনাকে ঘিরে সম্পূর্ণরূপে হয়েছে কি না এসব চিন্তা ভাবনা করে আবেগের লাগাম টেনে ধরে কবিতার ভীত স্থাপন করি। কবিতার মধ্যে খুঁজে ফিরি কবিতার বৈশিষ্ট্য, কবিতার আত্মার আত্মপরিচয় ও পরাবাস্তব অটোগ্রাফ। কবিতার ভেতর যুক্ত করি উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস, রূপকল্প, চিত্রকল্পসহ নানারকম অলঙ্কার। সকল কবিতাপ্রেমীদের মনে রাখতে হবে কবিতা শুধু মনন বিকাশেরই মাধ্যম শুধু নয়, সভ্যতা বিনির্মাণেরও হাঁতিয়ার। 

Post a Comment

0 Comments