মন খারাপের শীত কথা
আপনার মন খারাপ লাগতেছে,, চাঁদের কসম লাগে
কি করমু বুঝতেছি না,, এই যে একটা মৌটুসী পাখি সেও বুঝে না, অথচ কত লক্ষ্মী রাতের শীত গায়ে মেখে মন খারাপের দীর্ঘশ্বাস ছাড়ে,, মুখ থেকে বের হয় ধোঁয়া,, আপনার মন খারাপে সমুদ্র কত নিকটে তত নিকট থেকে দেখুন কি ভয়ংকর সুন্দর শীতের চাঁদ,, আপনার মতন সেজেগুজে ঝুলছে আকাশে একা একা,,,
মন খারাপের মৌটুসী পাখি জানো কি_ জীবন কতটুকু
সুন্দর যদি হয়ে যান চোখের ঘুম
চোখের মধ্যে আপনাকে রাখি
খুলে দিলে আঁখি,, বাহিরের শীত মন খারাপের শিশির ফোঁটা,, জানে কি_ আপনার উদ্ভিদ'দের ঝরে যাওয়া পাতা,, আরো গভীরে পুড়ে যাওয়া শিকড়ের মাটি,, কত কোমল আপনার নৃ মন_ তবুও, খারাপ হয়,,, পুকুরের ঝোপে সাদাফুল ফোঁটা শীতল পাটি শোনে ডাহুকের চিৎকার....
যে কথামালা আপনি পড়ে গেলেন,, অথচ, কিছুই বইলো না হৃদয়ে আপনার
না খারাপে জোয়ার চলে গেলো,, না আরো মন খারাপে ভাঁটা পড়লো,, কিছুই যখন ভালো লাগছে না,, না আমাকে, না কাউকে... তবুও ত কাউকে মনে পড়ে,, হ্যা, মনে আসে সে নীরবে চুপিচুপি ..
তা জানি!
তবুও ত মন খারাপে পড়ে ফেললেন মায়া মায়া চোখের নগর,
গাছদের কথা আর, উড়ে আসা পাখিদের মনে রাখা একটা লাইন,, যে লাইনে আপনি হয়ে গেছেন বিখ্যাত মেঘ কুমারী, আমি শুধু লিখি.. আপনি মন খারাপকে শীত বৃষ্টি মনে করে শিশির ফোঁটার টুপটাপ শব্দে ঘুমিয়ে পড়েন,, স্বপ্ন পোড়া হৃদয়ে।
.
শীত ফোঁটা রঙ
তুমি আমাকে চাওও নগর পাড়ায় ফুলের গায়ে
দেয়াল পাশে কোন লতাটা একা বসে থাকে
আচমকা ডেকে ছিল কে তোমার নিশ্বাস
মনে রাখা গন্ধ ফুলের শীত ফোঁটা রঙ_
কত সহজে বলা মুখ বিনয়ী হওয়া স্বভাব
খুব সাধারণ পরিপাটি খোলা মনের ঘুঘুর ডাক
একলা দুপুর খারাপ লাগে, তোমার জন্য কষ্ট হয়
লিখে রাখা নগর জুড়ে স্মৃতির দাগ টুপটাপ ঝরে পড়া
ফুল যেন, চোখের কেঁদে ফেলা জল তোমার মুখস্থ নোট
.
অসময়ে সময়
০১.
'তোমাকে ছাড়া বাঁচি না'!
কথাটা যত মিথ্যা তারচেয়ে,
বলা যায় এই মরে যাওয়া জীবন
টালী খাতায় লিখে রাখে মুদি দোকান
বৈশাখ হালখাতায়_ অতীত উল্টে
মনে পড়ে, নন্দনতত্ত্বের ক্লাসের বকবক
সবকিছু ঠিকঠাক, ঢুকে গেলো অসময়ে সময়
আর, যে সৌন্দর্য তোমাদের চুলে, আরো কালো
ঘন কেশী_সুগন্ধ ছড়ায়,, ফুঁ দেয়া বাতাসে কত আনন্দ
খেলে,, আর, কতটুকু শীত নিয়ে ভাগাভাগি করি
যে গাছটার সব পাতা ঝরে গেলো, প্রকৃতির নিয়মে
উত্তরের বাতাস মৌন সৌন্দর্যের খুটিনাটি মুখস্থ করে
যদি, বলিঃ 'তোমাকে ছাড়া বাঁচি না'!
কথাটা কত সত্য, তারচেয়ে বলা যায় বেঁচে থাকা জীবনের অগোছালো কথামালা লেখেনি গাছটা পাতায়।
0 Comments