প্রণয়
তুমি আমার দিকে তাকাইয়া থাকবা
আমি তোমার দিকে তাকাইয়া থাকমু
আর এর ভিতরে ভুইলাই যামু
আমরা সকালে নাশতা করি নাই!
ফিরে চাই বিগত সকাল
শীত আইলে একজনরে মনে পড়ে!
তাই কুয়াশা ভাঙার শক্তি লইয়া ঘুমায়া থাকি।
মোসলমানি মন কিবলায় নত হইলে
আল্লা হইয়া যান প্রাক্তন হৃদয়-আমি তার
কাছে নতজানু হয়ে ফিরে চাই বিগত সকাল...
বিরহ
সূর্য'র পিছনে ঘুরতে ঘুরতে
সূর্য'র দূরত্বে রোজারে মাপি।
মুরব্বি কইতেন সূর্য হৈলো ক্বিবলা
তাওয়াফ করলে পবিত্র হয় এমান;
একটা নিকটবর্তী দূরত্বে সবসুন্দর, সতেজ
মিশতে গ্যালে স্বাভাবিক নিয়মে পোড়ে..
সিলেবাসের বাইরে গিয়া রোজারেও
সূর্য মনে হৈতো: নির্দিষ্ট তাপে
জ্বলজ্বল করতাম গ্রহের মতোন।
গন্তব্যের নিকটে গিয়া
উষ্ণতার খায়েশে ঝাপ দিলাম
অঙ্গার হৈলেম ঠিকই
..মগর ফানা হৈতে পারলাম না
বেশিদূর যাইতে পারি না
বিড়ালরে বুকে জড়াইয়া ভাবতেছি
তোমারে দেখতেছি না বহুদিন।
আমরা যারা রইদের অভাবে কম্বলের
নিচে -আল্লার শানে জিকির পাড়ি
তারা বেশিদূর যাইতে পারি না!
এমনকি খাবারের টেবিলেও
পৌঁছাতে পারি না...বহুযুগ।
ফুলের দাম দিয়া যাতায়াত করি।
বাস ভাড়া বাড়লে মাবুদরে
গালি দিতে দিতে ঘুমাইয়া
পড়ি মাগরিবের ওক্তে।
ফুরাইয়া ফেলে ওকাত
জীবন একটা কাগজের নৌকা
স্বপ্ন দেখে নদী পার হওয়ার
তাই পয়লা বাতাসেই দিক
বিদিক দৌঁড়াইয়া
কেবলা চেনার আগেই
ফুরাইয়া ফেলে ওকাত
লা শরিক
..লা শরিকের জজবায় কোরান
তেলোয়াত করি না, তোমারে
আবৃত্তি করে- ফিতনা ছড়াই
খোদার স্ট্রাকচারে
ফুটে আছে তোমার অবয়ব
0 Comments