এক.
তার যাওয়ার পানে আমি চেয়ে থাকিযেতে যেতে হয়ে গেলে বিলীন—
অবশেষে বলি- ফিরে এসো আঁখি!
দুই.
বিধির সাথে তোমার দেখা,হয় যদি কোনকালেবলে দিও—
মানুষ রেখেছো নিচে আর অমানুষ মগডালে!
তিন.
টাকা চাই না সম্পদ চাই না, চাই একটি মাটির ঘরযে ঘরে হানাহানি নেই,নিরাপদ; নেইতো কোনো ডর!
চার.
এ কেমন ছলনা তোমার, নীড় ছেড়ে ডেকে উঠে পাখিখাঁচার সাথে প্রেম নেই,মায়া নেই- তবু মিছে মাখামাখি!
পাঁচ.
মানুষ, সুখ হলো বিধাতার ঘর; তাকে হারানোর পর—
দুঃখ আমাদের ভীষণ টানে,দুঃখ যে আমাদেরই ঘর
ছয়.
খাঁচা ভাঙলেই মুক্ত পাখি? ভেবো না এইকথা—
রোদের কাছে বায়ু নত জানে বৃক্ষ-তরুলতা!
সাত.
যখন—
দিনের এত বাহাদুরি শেষ হয়ে যায় রাতে
তখন—
আলোর মাঝে অন্ধকার আর যন্ত্রণা হয় সাথে
আট.
যতোই তুমি ভবিষ্যত ভবিষ্যত করো না কেনো ভাই
মানুষের ভবিষ্যত মৃত্যু ছাড়া সত্য কিছু নাই
0 Comments