ভাষা সৈনিক গাজীউল হকের ৯৩তম জন্মদিন উপলক্ষে ভাষা সৈনিক গাজীউল হক স্মৃতি পরিষদ 'জন্মোৎসব ও আলোচনা সভা'র আয়োজন করে। ম্যাক্স মোটেলে ছড়াকার আমীর খসরু সেলিমের সঞ্চালনায় এবং কবি ও বাচিকশিল্পী শাহানূর শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ কবি ও প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ গবেষক ড. বেলাল হোসেন, দৈনিক করতোয়ার বার্তা প্রধান প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নূরুল আমিন ও ভাষা সৈনিক গাজীউল হকের একমাত্র পুত্র সন্তান রাহুল গাজী।
অনুষ্ঠানে বক্তারা বগুড়া সরকারি কলেজকে ভাষাসৈনিক গাজীউল হক সরকারি কলেজ নামকরণ এবং বীর মুক্তিযোদ্ধা গাজীউল হককে সর্বোচ্চ বেসামরিক পদক 'স্বাধীনতা পদক' প্রদানের জোর দাবি জানান। পাশাপাশি গাজীউল হক, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে আরো বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য বগুড়ার সাংস্কৃতিক সংগঠনগুলোকে আহ্বান জানান।
0 Comments