'ঋ' কে
বিবাহ ফোঁটার দিনে
যার ঝরে গ্যাছে রোদ্দুর
তাকে কিভাবে ফেরাবে প্রসূন?
গহীন পেলে মানুষও তো ছায়া পান করে
এমন ভাব পোষে যেন বিবাদেও খুশবু নেবে না কেউ
অথচ সুরভীত তৃষ্ণা লেগেই থাকে
মন কতটা রিশতা রিশতা করে, জানে সমস্তই
তবুও বোবার ইশারা ভাষায় জেগে থাকি
নিয়তি আকুলে সহসা আঁৎকে উঠি—
করুণ হারানো সুরের ভয়ে এই বুঝি
উঠোনভর্তি কিস্তির লোক নিয়ে ঘেমে ওঠে সমস্ত বাড়ি।
ঔরস
একটা আদি নিঃসৃত শব্দ—
ভাষাজলে সাঁতার কাটে
মুখ না পেলে চোখেই ফোটে
ঘ্রাণে এতটা বিস্মৃত করে
ভাবি, ইশারায় থমকে দিই
গাল টিপি
চুমু খেয়ে বলি, ওভাবে ভিজ না আর
কথা'রা লীন হলে স্তব্ধতায় ফুটব সহজাত।
সংশয়বাদী
অপার প্রজ্ঞা জলে যার মুখ ভেসে ওঠে
তাকে
মুছতে
গিয়ে
হাত ফসকে ঢেউ ছুটে যায়
কোথায় যে হারায়!
স্পর্শে ফিরবে কি ফিরবে না
নিষুতি কাননে টিকবে কি টিকবে না
এরূপ কোন সিদ্ধান্ত না টেনেই
কথার অলক্ষ্যে নদী ছুটে যায়
তবু মন, কোনদিন পরষ্পর ভিজবে না জেনেও
শুধু শুধু দাঁড়িয়ে আছো তীরের ধারণায়।
4 Comments
অসাধারণ 🤎
ReplyDeleteধন্যবাদ🌻
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete