বগুড়া লেখক চক্রের আয়োজনে গত ২৬-২৮ নভেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনব্যাপী কবি সম্মেলন। সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি সম্মেলন পরবর্তী পর্যালোচনা বৈঠক গত শুক্রবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। পর্যালোচনা বৈঠকের আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, আসর পরিচালনা সম্পাদক সাফওয়ান আমিন, নির্বাহী সদস্য ফরহাদুজ্জামান শাহী, আবু রায়হান এবং সদস্য কবি মামুন রশীদ ও কবি শৈবাল নূর এবং ইয়াছিন আলী।
পর্যালোচনা বৈঠকে কবি সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কবি সম্মেলনকে কিভাবে আরো ক্রটিমুক্ত করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কবি সম্মেলনকে সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
0 Comments