‘নীলফামারী লেখক চক্র’ নামে একটি সাহিত্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
এতে সভাপতি হিসেবে রাজা সহিদুল আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. হাসান হাবিবুর রহমান নির্বাচিত হন।
মঙ্গলবার সকালে জেলা শহরের একটি প্রতিষ্ঠানে কবি সাহিত্যিকদের মিলন মেলা শেষে এই চক্রের ঘোষণা দেয়া হয়।
সংগঠনের অন্যান্যরা হলেন হযরত আলী (সহ—সভাপতি), রাজ্জাক দুলাল (যুগ্ম সাধারণ সম্পাদক), মাহাজাবিন রিমু (সাংগঠনিক সম্পাদক), মাহামুদুন্নবী শুভ (অর্থ সম্পাদক), গোপাল বিশ্বাস (দফতর সম্পাদক), মো. রমজান আলী (তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক)
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফজলে হক, আবু বক্কর সিদ্দিক, মাহফুজার রহমান মিল্টন, সীমা পারভীন, খবির আহমেদ, ছবি রানী রবিদাস, আন্নী চৌধুরী, ড. মাহমুদ আখতার শরীফ ও ডা. ইয়াসমিন তাহেরা ইলা।
কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহফুজার রহমান মিল্টন। এতে নীলফামারী জেলা ছাড়াও পঞ্চগড় জেলার কবি সাহিত্যিগণ অংশগ্রহণ করেন
0 Comments