বগুড়া জীবনানন্দ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বগুড়া লেখক চক্র কার্যালয়ে সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি ইসলাম রফিকের সভাপতিত্বে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় বিগত কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের কাজে গতিশীলতার আনয়নের লক্ষে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুর রাজজাক বকুলকে সভাপতি এবং সাফওয়ান আমিনকে সাধারণ সম্পাদক করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি কামরুন নাহার কুহেলী, সহ-সাধারণ সম্পাদক শৈবাল নূর, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন কয়েন, প্রচার সম্পাদক শুভ্রা সাহা এবং নির্বাহী সদস্য ০৩(তিন) জন হলেন প্রতত সিদ্দিক, এস এম আনিছুর রহমান এবং আব্দুল মতিন। এ সময় ০৫(পাঁচ) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টারা হলেন খৈয়াম কাদের, আতিকুর রহমান মিঠু, পলাশ খন্দকার, শিবলী মোকতাদির এবং মামুন রশীদ।
0 Comments