ক্যামোফ্লাজের শহর
রোয়া উঠা শহরের উন্নাসিক আলোয়
পরস্পরের সাথে আমাদের সম্পর্ক
আগুনের কাচিছাঁটা জামার মতো
একাকীত্ব তাই ইলেকট্রিক আগুন হয়ে
বহুদূর পর্যন্ত পোড়ায় সর্বস্ব দিয়ে।
বিলবোর্ড যুদ্ধ করে বিবেকের সাথে
আত্মা অবিশ্বাস করে আত্মীয়কে
কত শৈশবের ধুলো
পৌঢ়ত্বকে করে পরিহাস —
প্রতিটি প্রিয়জন
ভেতরে অন্যজন
প্রতিটি ঘরে আমাদের বিচ্ছিন্ন বাস
তবু আমরা পরস্পর বেঁচে থাকি
বিজ্ঞাপন জুড়ে।
এই শহরে রঙের চেয়ে প্রচার রঙিন
এই শহরে হৃদয়ের চেয়ে প্রদর্শন বড়ো—
এখানে আধুনিক হওয়া মানেই
নিজের মতো বাঁচা
দ্বীপ থেকে দ্বীপান্তরে
কেবলই দৌড়ে দৌড়ে পৌঁছানো
সুতো দিয়ে সেলাই করা বিচ্ছিন্নতার গল্প।
এখানে মোড়কে মোড়কে বন্দি
আভিজাত্যের কান্না;
এখানে ঝিনুকের ব্যথা ঝুলে থাকে
ফুটপাতের দোকানে—
বিষাক্ত কার্বনের কাঁথা গায়ে জড়িয়ে
ভালোবাসা উদযাপিত হয়
ক্যামোফ্লাজের কারখানায়।
এই শহরের আয়না জুড়ে
আগুনের উৎপাত —
দৈনিক নিজের ভেতর থেকে
বেরিয়ে আসে দগ্ধ মুখ।
0 Comments