বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ও ‘ঈক্ষণ’ সম্পাদক কবি ইসলাম রফিক, কথাসাহিত্যিক আবদুল্লাহ ইকবাল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, আনন্দকণ্ঠের সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা, যমুুনা থিয়েটারের সভাপতি খায়রুল ইসলাম, কবি আমির খসরু সেলিম, কথাসাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুল, সাংবাদিক ফরহাদুজ্জামান শাহী, কবি আমিনুল ইসলাম রনজু, কবি সাফওয়ান আমিন, এনায়েত হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের গুরত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি লিটল ম্যাগাজিনচর্চা অব্যাহত রাখার আহবান জানান। উল্লেখ্য যে, আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর বগুড়ায় অনুষ্ঠিতব্য কবি সম্মেলন উপলক্ষে সারাদেশের কবি সাহিত্যিকদের লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়েছে। ২০ ফর্মার ‘ঈক্ষণ’ পাওয়া যাবে পড়ুয়া লাইব্রেরীতে।
0 Comments