নখ ও নেলপালিশ
টেবিলে সাজিয়ে রাখছি মাছের কাঁটা, উলের বল
মাছের কাঁটা নিয়ে পালিয়ে যায় বেড়াল
উলের বল নিয়ে পালিয়ে যায় বেড়াল
নখ ও নেলপালিশ নিয়ে কথা শুরু করি আমরা
চাঁদ
চিবুকে চাঁদ,চাঁদের আলো
আমাদের তাঁবু পুড়ে যাচ্ছে
আমাদের গল্প পুড়ে যাচ্ছে
সিরিজ কবিতায় কুয়াশা জমলে
শিকারিদের ডেকে আনি
আমরা
লাফ
দীর্ঘ লাফের আগে ইদানিং ক্লান্ত লাগে
আকাশে ভোর জাগলে একটু দারুচিনির
গন্ধ
আমার তর্জনীতে কোন আক্রোশ নেই
বাড়ি ভেঙে যায়।
বাড়ি বদলে বদলে যায়।
এবং টানাপোড়েনের মধ্য দিয়েই দিন
কাটে
জার্নাল
হেড আর টেলের মধ্যে আটকে থাকা আমাদের
জীবন
টপ টু বটম অন্ধকারে
খড়ম ও লন্ঠন নিয়ে হেঁটে
যাওয়া।
এখন মৃতদের বিদায় জানাবারও কোন পরিসর
নেই
দেশ জুড়ে সানাই আর শিস।
আজলায় রক্ত।নিজেদের কবর খুঁড়ছি
নিজেরাই।
রুমাল
এই যে পাচার হয়ে যাওয়া গাছপালা
এই যে সাঁকোর পাশে উড়ে আসা লাল টিয়া
তিল ও টিলা জড়িয়ে প্রতিদিনের বাঁচা
দেখি শ্রাবণের নদীর জলে ভেসে যাওয়া
রুমাল
পরিচিতি:
সুবীর সরকার
জন্ম: ১৯৭০, ০৩ জানুয়ারি।
নয়ের দশকে লিখতে আসা এ কবি উত্তরের লোকজীবনের সাথে জড়িয়ে আছেন তীব্র ভাবে. ত্রিশ বছরের বেশী সময় ধরে কবিতা, গদ্য সহ বিভিন্ন ধারায় অনায়াস যাতায়াত করেছেন।
0 Comments