চাঁদ মামা কপালে টিপ দিয়ে গেছে
নির্জনের কোলে আশ্রিত অন্তরঙ্গ কথা হৃৎপিণ্ডের বাড়ি
থেকে হারিয়ে গেছে সেই কবে। নিঁখোজ সংবাদটি পত্রস্থ
করা হয়নি আধুনিক ঝামেলা চক্রে নানা মাত্রার ক্রমিক জ¦রে।
আলাপ কথা স্মৃতির রূপালি মাঠ পেরিয়ে ধীরে ধীরে
এসো,বসে আছি বাল্মিক মুনির কাঁশপালক লেখনি হাতে
ভাবনা ঘরের জলচকির উপর।
গ্রহকালের ঘন্টাধ্বনি বেজে ওঠে মহাকালের দৃশ্যান্তর
মাঠে। অগণিত খুরচা অনুভূতির ঢং ঢং শব্দ-উচ্চারণে
প্রাচীন কথা বর্তমানের বিবর্তন।
জল পড়ে পাতা নড়ে।শিশু পাঠ করে গ্রহ নড়ে পৃথিবী
পড়ে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। মামা বাড়ির
সকলকেই কপালে টিপ দিয়ে গেছে। এবং চিনি ছাড়া
এক কাপ ফিনলে চা-ও খেয়ে গেছে।
0 Comments