প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় কবি'র জীবন ও সাহিত্য নিয়ে বগুড়া লেখক চক্রের আলোচনা

৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বগুড়া লেখক চক্রের আলোচনা



জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কবি জীবন ও কর্ম নিয়ে আলোচনার আয়োজন করে বগুড়া লেখক চক্র। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে (টিএমএসএস ভবন, ৩য় তলা, সাতমাথা, বগুড়া)  অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক আব্দুল্লাহ ইকবাল, কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, কথাসাহিত্যিক কবীর রানা, কবি সাংবাদিক মামুন রশীদ প্রমুখ।

অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন শৈবাল নুর, আব্দুল মতিন, প্রতত সিদ্দিকী, আমির খসরু সেলিম, রতন খান। 

কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন রনি বর্মন, শাহানূর শাহীন, আবু রায়হান, শুভ্রা সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম আসিনুর রহমান। 



Post a Comment

0 Comments