পাখিদের অশ্রুবিন্দু
কুয়াশাভর্তি জাহাজ ডুবে যায় নি
জেগে ওঠে জল, নীলাভ নীল জেগে থা
সমতলে, বৃক্ষসমূহে।
কিছু স্তব্ধতা আমাকে প্লাবিত কো
ধীরে নিমজ্জিত হয়ে যায় পূর্ণিমা
করে সারারাত ঝরে পড়ে পাতা
পূর্বাপর
অশোক বৃক্ষের।
কী করুণ সেই পাতাঝরা হাহাকার, নি
পাশে আসবুজ এক এ্যারাবীয়ান কুলগাছ,
মধু আহরণে ভ্রমরদের ভেতর কোনো সং
কুলগাছ সহসাই মেলে ধরে প্রলোভি
গন্ধবহ বাতাস সুগন্ধ ছড়িয়ে যায়
পাখিদের এতোগুলো ভালোবাসা তোমা
তুমি কি কখনই ধারণ করবে না পাখি
নীরার ছায়া
সে বছর খুব বন্যা হয়েছিলো, সর্
অাকালই বলা চলে, তবু আমি আর তরু
দু’জনাই কোলকাতা যাই, উদ্দেশ্য
আমাদের ঢাকার নীরা নীল শাড়ি পড়ে
আমরা নীরার জন্য রাজশাহীসিল্ক নি
কোথায় চা খাওয়া যায় বলতেই নীরা
চা নয়, কফি।কচুরিও খাবো।
তহসিন মোল্যার ছেলের দোকানের কচু
বল্লাম: মানে?
সুনীল লেখে, কিন্তু একটি কবিতা
তহসীন মোল্যার ছেলে পুরো টেবি
নীরা জামদানী পড়ে না, বেশ ভারী
আমাদের নীরা পছন্দ করে আসমানী সি
আমি নীরাকে বললাম: সুনীলের সঙ্
পার্কস্ট্রীটও উদাস।
আমি না-থাকলে আমিহীন কোলকাতা
বাঁচবে কি কোরে? নীরাকে ছাড়া সু
না না আমিময় এই কোলকাতা ছেড়ে আমি কোথাও যাবো না।
তোমাদের বিউটি বোর্ডিংনেই? শা
কবিতা ক্যাফে নেই! পাঠকসমাবেশ নে
অনন্ত পর্বে
আমি তোমাকে অনুভব করেছি আর হৃ দয় ছুঁয়েছি
নক্ষত্র ছোঁয়ার আগে কী অদ্ভুত ছিলো
তোমার সত্তা——
এভাবে কেউ কেউ নক্ষত্র ছুঁয়ে যা য়, আগুন ছুঁয়ে যায়,
তোমাকে পাঠের পর কেনো তোমার পূর্বের আগুন
পাঠের কথা মনে হলো না !
মুদ্রালোভের কথা উহ্য থাক, বরং তুমি পবিত্র হয়ে যাও
আমার অপূর্ব ছোঁয়ায়।
অন্ধকার চেয়েছি না! আলোভর্তি অন্ধ কার,
ট্রাক ভর্তি আলু, গাঁজর, আড়তের অন্ধকা রে ইঁদুরের উৎপাত থেকে
নক্ষত্র ছোঁয়ার আগে কী অদ্ভুত
তোমার সত্তা——
এভাবে কেউ কেউ নক্ষত্র ছুঁয়ে যা
তোমাকে পাঠের পর কেনো তোমার পূর্বের আগুন
পাঠের কথা মনে হলো না !
মুদ্রালোভের কথা উহ্য থাক, বরং
আমার অপূর্ব ছোঁয়ায়।
অন্ধকার চেয়েছি না! আলোভর্তি অন্ধ
ট্রাক ভর্তি আলু, গাঁজর, আড়তের অন্ধকা
আমার দাঁ ত তোমাকে রক্ষা করেছে।
আমি যেন কবে থেকে শুরু হয়েছি... ..!
কবে থেকে আমার প্রিয়জন অলস যা পনে ,
আনন্দ যাপনে ছিলো?
আমি কেনো এইরূপ দুঃখ যাপনে কাল নিপাত করেছি?
আমার আকাশ ভরা পাতা আর প্রজাপতি , দুধেল গাভী
আর নালিঘাস, দুপুরের বাতাসে লকল ক করে।
আমি যেন কবে থেকে শুরু হয়েছি...
কবে থেকে আমার প্রিয়জন অলস যা
আনন্দ যাপনে ছিলো?
আমি কেনো এইরূপ দুঃখ যাপনে কাল
আমার আকাশ ভরা পাতা আর প্রজাপতি
আর নালিঘাস, দুপুরের বাতাসে লকল
0 Comments